ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: শনিবার প্রদেশ দপ্তরে গিয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দেখা করলেন ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। সূত্রের খবর, কংগ্রেসের হয়ে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন তিনি। আসন্ন বিধানসভা ভোটের আগেভাগে কি আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেবেন হাসিন জাহান? এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত না হলেও সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।
আগামী বছরের শুরুর দিকেই বিধানসভা ভোট। ঘর গোছাতে শুরু করেছে সবকটি রাজনৈতিক দল। ভোটের দামামা বেজেছে কংগ্রেস শিবিরেও। এর মধ্যেই শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের প্রদেশ কংগ্রেস দপ্তরে যাওয়ার খবর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তিনি কংগ্রেসের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলেই জানা গিয়েছে। যদিও এই বিষয়ে হাসিন জাহান বা রাজ্য কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। দলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক (সংগঠন) সুমন রায়চৌধুরীর বক্তব্য, “প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, কেউ কংগ্রেসে কাজ করতে চাইলে তাঁকে স্বাগত।”
দলীয় সূত্রে খবর, রাহুল গান্ধীর এ রাজ্যে আসার সম্ভাবনা কালীপুজোর পর। একটা অংশের দাবি, বিহার নির্বাচন পুরোপুরি মিটিয়েই বাংলায় পূর্ণ নজর দেবেন রাহুল। তার জন্য রাজ্যে আগে দলের ভিত মজবুত করতে হবে। রাহুল কলকাতায় বড় করে একটি কর্মী-সমাবেশ করতে পারেন, সঙ্গে একটি জনসভাও। সব কিছুরই প্রস্তুতিতে নেমে পড়েছে প্রদেশ কংগ্রেস। সেই সময় কি আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিতে পারেন ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান? সময়ই উত্তর দিতে পারবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.