ক্ষীরোদ ভট্টাচার্য: ভর সন্ধেবেলা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মেটিয়াবুরুজ এলাকা। গার্ডেনরিচের বিচালি ঘাট রোডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder blast) আহত অন্তত ২২ জন। তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। ১৬ জনকে ট্রমা কেয়ার ইউনিটে ভরতি করে দ্রুত চিকিৎসা শুরু হয়। এদের মধ্যে ৪ জন নাবালক-নাবালিকা। তাদের বয়স ১২ থেকে ১৮ বছর।
বৃহস্পতিবার সন্ধেবেলা ৭৭, বিচালি ঘাট রোডে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে। অনেকেই ঝলসে যান। ১৬ বছরের আলি হোসেন, ১২ বছরের মোঃ জামাল, ১৩ বছরের জানাদ ও ১৮ বছরের মহঃ ফাইজান-সহ মোট ১৬ জনকে ভরতি করা হয় এসএসকেএম হাসপাতালে। ট্রমা কেয়ার ইউনিটে (Trauma Care Unit) ভরতি তাঁরা। উদ্বিগ্ন পরিবার-পরিজন ভিড় বাড়িয়েছেন হাসপাতালের সামনে। কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.