Advertisement
Advertisement
Firhad Hakim

বানতলায় শ্রমিক মৃত্যুর খবর পেয়েই ছুটলেন ফিরহাদ, নিহতদের পরিবারকে অর্থ সাহায্যের ঘোষণা

জানা গিয়েছে, শ্রমিকরা অক্সিজেন মাস্ক নিয়েই নেমেছিলেন কাজ করতে। কিন্তু তা সত্ত্বেও এত বড় দুর্ঘটনা ঘটে গেল।

Firhad Hakim announces financial help for the died labourers in Calcutta Leather Complex at Bantala
Published by: Sucheta Sengupta
  • Posted:February 2, 2025 3:46 pm
  • Updated:February 2, 2025 3:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরস্বতী পুজোর সকালে মর্মান্তিক দুর্ঘটনা বানতলার লেদার কমপ্লেক্স এলাকায়। রবিবার পাইপলাইন পরিষ্কার করতে ম্যানহোলে নেমে প্রাণ হারান তিন শ্রমিক। দুর্গন্ধে দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। এই দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যান কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘোষণা করেছেন, পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে এভাবে যথাযথ সুরক্ষা ছাড়া ম্যানহোলে শ্রমিকদের নামানো নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

রবিবার সকালে লেদার কমপ্লেক্সের ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইনলাইন পরিষ্কার করতে গিয়েছিলেন শ্রমিকরা। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফারজেম শেখ, হাসি শেখ ও সুমন সর্দার – তিন শ্রমিকের কেউই উপরে উঠে আসেননি। এতেই সন্দেহ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও দমকলের উদ্ধারকারী দল। ম্যানহোল থেকে উদ্ধার হয় ৩ শ্রমিকের নিথর দেহ। তাঁদের উদ্ধার করতে গিয়ে ২ দমকল কর্মীও অসুস্থ হয়ে পড়েন বলে খবর। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, শ্রমিকরা অক্সিজেন মাস্ক নিয়েই নেমেছিলেন কাজ করতে। কিন্তু তা সত্ত্বেও এত বড় দুর্ঘটনা ঘটল।

এরপর খবর পেয়ে সেখানে ছুটে যান মেয়র ফিরহাদ হাকিম। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। তবে এলাকাটি কলকাতা পুরসভার অন্তর্গত নয়, KMDA-র এলাকা। সেখানে ঠিকা শ্রমিকদের চুক্তি ভিত্তিতে কারা নিয়োগ করে, কীভাবে নিয়োগ করা হয়, সেসব নিয়ে প্রশ্ন থাকছেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ