সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে আগুন। আজ বেলা পৌনে বারোটা নাগাদ গায়নোকোলজি বিভাগে আগুন লাগে। সেই সময় ওয়ার্ডে ছিলেন বহু প্রসূতি ও নবজাতক। আগুন ও ধোঁয়ায় রোগী এবং তাদের পরিজনরা প্রাথমিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সদ্যোজাতদের নিরাপদে স্থানে নিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। হাসপাতালের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দমকলের চারটি ইঞ্জিন হাসপাতালে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনও প্রসূতি বা শিশুর ক্ষতি হয়নি।
মাস দুয়েকের মধ্যে ফের ন্যাশনাল মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড। এবারের ঘটনা হাসপাতালের আই ব্লকে থাকা গায়নোকোলজি বিভাগে। পাঁচ তলা ওই ভবনের পুরোটাই প্রসূতিদের জন্য। এই ইন্ডোরর বিভাগে ভর্তি রয়েছেন হাজারের ওপর রোগী। হাসপাতাল সূত্রে খবর, ওই ভবনের পাঁচ তলার একটি অংশে দরজা বসানোর কাজ চলছিল। কাজ চলাকালীন ইলেকট্রিক কাটারের বিপত্তি ঘটে। তার জেরে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায়। প্রসূতি বিভাগের পাঁচতলার এক প্রান্তে এই ঘটনায় রোগী এবং তাদের পরিজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পাঁচতলা থেকে প্রসূতি ও নবজাতকদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তবে এত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে কর্তব্যরত কর্মীরা আগুন নেভান। দমকল আসার আগে অবশ্য আগুন ও ধোঁয়া বাগে আসে। দফায় দফায় হাসপাতালে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন।
দমকল কর্মীরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে এই ঘটনা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুদিন আগে পার্ক সার্কাসের এই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফের কেন আগুন ধরল তার অবশ্য কোনও সদুত্তর মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.