ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিকো পার্কে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষকেই কাঠগড়াই তুললেন মৃত ছাত্রের বাবা। পার্কের মধ্যে নূন্যতম চিকিৎসা পরিষেবা নেই বলে অভিযোগ তুলেছেন মৃত রাহুল দাসের বাবা সত্যজিৎ দাস। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে পার্ক বন্ধ করে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
যদিও পার্ক কর্তৃপক্ষ আগে দাবি করেছিল ওই যুবক আগে থেকেই অসুস্থ ছিলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মৃত ছাত্রের বাবা। সত্যজিৎ বলেন, “আমার ছেলের কোনও অসুস্থতা ছিল না। জিম করত। নিজের খাবার নিজে রান্না করে খেত। এমনকী কোনও ওষুধ পর্যন্ত খেত না।” সত্যজিতের অভিযোগ, পার্কের মধ্যে কোনও চিকিৎসা ব্যবস্থা ছিল না। এমনকী ঘটনার পর যে অ্যাম্বুল্যান্স আনা হয়েছিল সেখানেও অক্সিজেনের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার বেলা ১১টা নাগাদ সাতজন বন্ধু মিলে নিকো পার্কে আসেন। ওয়াটার পার্কের নায়াগ্রা ফলসের নিচে স্নান করতে নামেন তাঁরা। এরই মধ্যে তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, পার্ক কর্তৃপক্ষ দেখে বন্ধুবান্ধবরা একজনকে জল থেকে তুলে নিয়ে আসছেন। তা দেখে পার্ক কর্তৃপক্ষের তরফে ওই যুবকের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে যুবকের। এরপরই পার্ক কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তোলেন মৃত যুবকের বাবা। পার্ক কর্তৃপক্ষের গাফিলতিতেই ছেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও পার্ক কর্তৃপক্ষ দাবি করে ঘটনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা করেছে তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.