Advertisement
Advertisement
Farakka

কথা রাখলেন মুখ্যমন্ত্রী! নয়া মহকুমা হচ্ছে ফরাক্কা, ছাড়পত্র মন্ত্রিসভার

ফরাক্কা, সুতি ১ ও ২ এবং সামশেরগঞ্জ নিয়ে গড়ে উঠবে ফরাক্কা মহকুমা।

Farakka will be new sub division, Cabinet agrees

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 2, 2025 10:25 pm
  • Updated:June 2, 2025 10:25 pm   

মলয় কুণ্ডু: মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে গিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ফরাক্কায় নতুন মহকুমা গড়ার। সেই মতো সোমবার নয়া মহকুমা তৈরির প্রস্তাবে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। সূত্রের খবর, ফরাক্কা, সুতি ১ ও ২ এবং সামশেরগঞ্জ নিয়ে গড়ে উঠবে ফরাক্কা মহকুমা।

Advertisement

নবান্ন সূত্রে জানান গিয়েছে, এতদিন এই চারটি ব্লক ছিল জঙ্গিপুর মহকুমার অধীনে। জনসংখ‌্যা বাড়ায় প্রশাসনিক ব‌্যবস্থা সামলাতে এবং আরও দ্রুত পরিষেবা পৌঁছে দিতে গেলে নতুন মহকুমা তৈরি করার প্রয়োজন। প্রশাসনিক সেই সমাধানের জন‌্যই এই সিদ্ধান্ত রাজ‌্য মন্ত্রিসভা নিয়েছে বলে খবর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ফরাক্কার এসডিপিও দপ্তরেই আপাতত নতুন এসডিও বসবেন। সেখান থেকেই পরিচালনা হবে মহকুমার প্রশাসনিক কাজকর্ম। জঙ্গিপুর মহকুমায় জঙ্গিপুর ও ফরাক্কা, এই দুটি আলাদা পুলিশ মহকুমা রয়েছে। এখন ফরাক্কা নয়া মহকুমা হওয়ায় পুলিশি কাজ পরিচালনার ক্ষেত্রে আরও সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। নয়া মহকুমার জন‌্য চুক্তিভিত্তিক ১০৯টি পদ তৈরিতে এদিন ছাড়পত্র দেওয়া হয়েছে।

নবান্নে এদিন মন্ত্রসিভার বৈঠকে আরও একগুচ্ছ সিদ্ধান্তে সিলমোহর পড়েছে বলে খবর। যার মধ্যে অন‌্যতম, ৩৩৬টি পদ সৃষ্টি ও শূন‌্যপদ পূরণ। স্বরাষ্ট্র, স্বাস্থ‌্য, অর্থ, আইন ও পুর দপ্তর মিলিয়ে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ‌্য মন্ত্রিসভা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ