অর্ণব আইচ: মিজোরামের অ্যাডভোকেট জেনারেলের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল লালবাজার। অভিযোগ, ষড়যন্ত্রের উদ্দেশেই এই ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মিজোরামের এজি বিশ্বজিৎ দেবের অসমের গুয়াহাটি ও মিজোরামের আইজলে অফিস রয়েছে। যদিও তিনি নিজে পূর্ব কলকাতার এন্টালি থানা এলাকার গিরিশচন্দ্র বোস রোডের বাসিন্দা। এ ছাড়াও মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার কিরণশঙ্কর রায় রোডে রয়েছে তাঁর চেম্বার। লালবাজারের সাইবার থানায় হওয়া বিশ্বজিতবাবুর অভিযোগ অনুযায়ী, সম্প্রতি তিনি জানতে পারেন যে, তাঁর নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। অন্য কেউ তাঁর নামে ওই অ্যাকাউন্ট খুলে অনেককে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ও পাঠিয়েছে। তাঁর অভিযোগ, কেউ প্রতারণা বা জালিয়াতির মতো অপরাধের উদ্দেশ্য নিয়েই এই কাজ করে। তাঁর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে বলে তাঁর অভিযোগ।
সূত্রের খবর, তাঁর নামে এর আগেও সোশাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই ব্যাপারে অভিযোগ দায়ের হওয়ার পর লালবাজারের সাইবার থানার আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। ওই ভুয়া অ্যাকাউন্টটি কোন মোবাইল বা ল্যাপটপ থেকে তৈরি হয়েছে, সেই সূত্র ধরে সাইবার অপরাধীদের হদিশ পাওয়ার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.