ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বার কাম রেস্তরাঁ, লিকার অন শপে কর্মসংস্থানে নয়া নিয়ম। এবার থেকে বার কাম রেস্তরাঁ, লিকার অন শপে বসার ক্ষেত্রে আর বাধা থাকছে না মহিলাদের জন্য। বিধানসভায় বিল পাশ করে জানিয়ে দিল রাজ্য সরকার। উল্লেখ্য, ভিনরাজ্যে বার, রেস্তরাঁর কাউন্টারে মহিলারাও থাকেন। কিন্তু বাংলায় সেই নিয়ম ছিল না এতদিন। এবার তা বদল হল।
নয়া অর্থনৈতিক বিলে লেখা হয়েছে, এতদিন লিকার অন শপে মহিলাদের বসা নিষিদ্ধ ছিল। এটা বৈষম্যমূলক আচরণ। এবার সেই নিয়ম তুলে দেওয়া হল। অর্থাৎ বার কাম রেস্তরাঁ, লিকার অন শপে বসতে পারবেন মহিলারা। তবে পাড়ার মোড়ের মদের দোকানের ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল রইল।
রাজ্যের শাসকদল কর্মক্ষেত্রে মহিলা-পুরুষ বিভেদে বিশ্বাসী নয়। দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা সাংসদ তৃণমূলের। রাজ্যেও মহিলাদের কর্মসংস্থান, কর্মক্ষেত্রের সুরক্ষা নিয়ে একাধিক পদক্ষেপ করেছে তারা। কিন্তু বেশ কিছু পেশায় মহিলাদের তুলনায় এখনও এগিয়ে পুরুষরা। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার অজুহাতে কিছু পেশা থেকে সরিয়ে রাখা হয়। এদিন বিধানসভায় পাশ হওয়া নয়া অর্থনৈতিক বিলে বার কাম রেস্তরাঁ, লিকার অন শপে কর্মসংস্থানে সেই বৈষম্য কিছুটা কাটানোর চেষ্টা করা হল মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.