Advertisement
Advertisement
SIR

বাংলায় SIR শুরুর প্রস্তুতি কতদূর? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি কমিশনের

আগামী ২৯ আগস্ট সর্বদল বৈঠক ডাকা হয়েছে।

Election commission again send a letter to chief electoral officer to know SIR preparation
Published by: Sayani Sen
  • Posted:August 23, 2025 9:45 am
  • Updated:August 23, 2025 10:43 am   

স্টাফ রিপোর্টার: বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করার প্রস্তুতি কোন পর্যায়ে, তা জানতে ফের দেশের প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-দের চিঠি দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২৯ আগস্টের মধ্যে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট ইআরও, এইআরও-সহ বিভিন্ন শূন্যপদ পূরণের কাজ দ্রুত শেষ করা-সহ প্রস্তুতিপর্ব সেরে রাখার জন্য সিইও-দের নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবারের চিঠিতে সেই কথা মনে করিয়ে দিয়ে কমিশনের নির্দেশ, নির্বাচন সংক্রান্ত শূন্যপদগুলি পূরণ করার ও বাকি প্রস্তুতি কী পর্যায়ে আছে, তা আগামী ২৯ আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে। এদিকে ২৯ তারিখ বিকেলে ভোটগ্রহণ কেন্দ্রগুলির বিন্যাস নিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

কমিশন সূত্রে খবর, বুথ প্রতি সর্বোচ্চ ১২০০ জন ভোটার পিছু একটি করে বুথ তৈরির নতুন নির্দেশিকা জারি হয়েছে। সেই হিসাবে রাজ্যের ৮০৬৮০টি বুথ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজারের কিছু বেশি। ইতিমধ্যেই বর্ধিত এই ১৪ হাজার বুথের তালিকা রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। এবিষয়ে বুধবার সর্বদল বৈঠক ডাকা হলেও পরে তা বাতিল করা হয়। সেই স্থগিত রাখা বৈঠকটিই ২৯ তারিখে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ