Advertisement
Advertisement
Jiban Krishna Saha

বাবার অ্যাকাউন্টে ২০, বউয়ের খাতায় ২৬ লক্ষ! আদালতে দাবি ইডির, ৬ দিনের হেফাজতে জীবনকৃষ্ণ

মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান ধৃত বিধায়ক।

ED claims MLA Jiban Krishna Saha collected 26 lakh in recruitment scam

 আদালতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

Published by: Kousik Sinha
  • Posted:August 25, 2025 8:07 pm
  • Updated:August 25, 2025 8:18 pm  

অর্ণব আইচ: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ৪৬ লক্ষ টাকা তুলেছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আদালতে এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। দীর্ঘ প্রায় ৬ ঘন্টা জেরা শেষে সোমবার সকালেই গ্রেপ্তার করা হয় তৃণমূল বিধায়ককে। এরপর সন্ধ্যায় ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি। দীর্ঘ শুনানি শেষে ধৃত তৃণমূল বিধায়কের ছয়দিনের ইডি হেফাজত মঞ্জুর করে ব্যাঙ্কশাল আদালত। তবে এদিন জামিনের জন্য আবেদন জানাননি জীবনকৃষ্ণ। তবে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। কিন্তু আদালত সেই দাবি খারিজ করে দেয়।

Advertisement

এদিন আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়। আইনজীবী মারফৎ ইডি আদালতে জানায়, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বাজার থেকে মোট ৪৬ লক্ষ টাকা তুলেছেন বড়ঞার তৃণমূল বিধায়ক। যার মধ্যে বিধায়কের স্ত্রীয়ের অ্যাকাউন্টে গিয়েছে ২৬ লক্ষ টাকা এবং বাকি ২০ লক্ষ টাকা বাবার অ্যাকাউন্টে জীবনকৃষ্ণ পাঠিয়েছিলেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জানা গিয়েছে, ধৃত বিধায়কের স্ত্রী পেশায় শিক্ষকা। তাঁর অ্যাকাউন্টে এত টাকা কীভাবে গেল তা নিয়েও এদিন আদালতে প্রশ্ন তোলে ইডি।

বলে রাখা প্রয়োজন, এদিন অ্যাকাউন্টে মোটা অঙ্কের লেনদেন নিয়ে ধৃত বিধায়কের স্ত্রীকেও জেরা করে ইডি। শুধুমাত্র বেতন থেকে এই লেনদেন সম্ভব? এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে তদন্তকারীদের জানান। এমনকী জীবনকৃষ্ণের বাবার অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন নিয়েও জেরা হয় বলে ইডি সূত্রে খবর। সবক্ষেত্রেই অভিযোগের তির বিধায়কের দিকে। আর সেই তথ্য তুলে ধরেই এদিন আদালতে ইডি জানায়, জেরায় সবাই জানিয়েছেন জীবনকৃষ্ণের থেকেই এই টাকা তাঁরা পেয়েছেন। অন্যদিকে এদিন জামিন না চাইলেও ইডির নিয়োগ সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের কাছে আবেদন জানান তৃণমূল বিধায়ক।

যদিও তা খারিজ করে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ”কত গুরুতর অপরাধ তা তো জানেন। তাই এখনই অব্যাহতি দেওয়া সম্ভব নয়।” দীর্ঘ শুনানি শেষে আদালত এদিন ধৃত তৃণমূল নেতার ছ’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। আগামী শনিবার ফের তাঁকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement