Advertisement
Advertisement
Durga Puja in Kolkata

আজ কার্নিভাল, কড়া নিরাপত্তা রেড রোডে, শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে দেওয়া হবে না!

Durga Puja in Kolkata: Today Carnival, tight security on Red Road, traffic control on several roads
Published by: Subhankar Patra
  • Posted:October 5, 2025 9:29 am
  • Updated:October 5, 2025 12:06 pm   

স্টাফ রিপোর্টার: আজ কার্নিভাল। ১০৬টি পুজো কমিটির প্রতিমা কার্নিভালে অংশগ্রহণ করবে। বন্ধ থাকবে রেড রোড। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। রবিবার সকাল থেকে রেড রোডে থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। নামানো হবে অতিরিক্ত পুলিশ। উচ্চপদস্থ আধিকারিকরাও হাজির থাকবেন। প্রতিটি প্রতিমার সঙ্গে একজন করে কর্তব্যরত পুলিশ দায়িত্বে থাকবেন। প্রতিটি প্রতিমার মধ্যে কিছু দূরত্ব রাখা হবে।

Advertisement

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্নিভালের দিন রেড রোড-সহ সংলগ্ন কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে বিশেষ কিছু রাস্তায়।সূত্রের খবর, রবিবার, দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে দেওয়া হবে না। এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে।

দুপুর ২টো থেকে যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। এক্ষেত্রে বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করা যাবে। এছাড়াও যানজট ঠেকাতে রবিবার দুপুরের পর এজেসি বোস রোডের ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোড ধরে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেয়ো রোড ধরে কেবল দুর্গা কার্নিভালের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে দেওয়া হবে। দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং-মেয়ো রোডেও বন্ধ থাকবে গাড়ির চলাচল। বন্ধ থাকবে কুইনস ওয়ে, প্লাসি গেট রোড, এসপ্ল্যানেড র‍্যাম্প।

কার্নিভালে আসা গাড়িগুলি বেলা ১২টা থেকে পার্কিং করতে পারবে। চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আর এন মুখার্জি রোডে গাড়ি পার্কিং করা যাবে। যাঁরা হেঁটে কার্নিভাল দেখতে আসবেন তাঁরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, মেয়ো রোড অথবা আর আর অ্যাভিনিউ ব্যবহার করতে পারবেন। কার্নিভাল উপলক্ষে বাস ও মেট্রোয় থাকছে বিশেষ পরিষেবা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ