রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শাসক শিবিরকে এক ইঞ্চিও জমি ছাড়েন না। চোখা চোখা ভাষায় সবসময় আক্রমণ শানান। সেই ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ ঘোষই নাকি ভাসছেন প্রেমের জোয়ারে। প্রজাপতির ছোঁয়ায় এবার রঙিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। মন দেওয়া নেওয়ার পর সংসার পাততে চলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সব প্রস্তুতিই নাকি সারা। শুক্রবার সন্ধেয় শুরু হবে জীবনের নতুন ইনিংস! আইনি বিয়ে সারতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় নিউটাউনে নিজের বাসভবনে চারহাত এক হওয়ার কথা। দিলীপ ঘোষের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর বিয়ের খবরই এখন টক অফ দ্য টাউন। এই আবহে তৃণমূল নেতা কুণাল ঘোষ X হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান। লেখেন, “দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।”
দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা।
এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।Advertisement— Kunal Ghosh (@KunalGhoshAgain)
এখন প্রশ্ন হল, কার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন দিলীপ ঘোষ? শোনা যাচ্ছে, তাঁর দলেরই কর্মী রিঙ্কু মজুমদারের প্রেমে পড়েছেন ষাটোর্ধ্ব ‘যুবক’ দিলীপ। রিঙ্কু উত্তর কলকাতা শহরতলি বিজেপির মহিলা মোর্চার পর্যবেক্ষক বলে জানা গিয়েছে। মায়ের ইচ্ছেতেই নাকি বিয়ে করছেন সংঘের প্রচারক দিলীপ। নিউটাউনে নিজের কেনা ফ্ল্যাটে মাকে এনেও রেখেছেন। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বিয়ের পিঁড়িতে বসছেন এই খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন বঙ্গের গেরুয়া শিবিরে। দাদা বিয়ে করছেন শুনে দিলীপের ‘ঘনিষ্ঠ’ বা দিলীপ গোষ্ঠীর লোকজন অবশ্য বেশিরভাগই হতাশ।
কারণ, নয়া রাজ্য বিজেপির সভাপতির দৌড়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নামও রয়েছে। কিন্তু সর্বশেষ খবর ছিল, কেন্দ্রীয় নেতৃত্ব ফের দিলীপকে রাজ্য সভাপতি পদে বসাতে নারাজ। অথচ দিলীপ ঘোষই বঙ্গ বিজেপির সফলতম সভাপতি। তাই বাংলায় দলের যখন দুরবস্থা তখন বিজেপির পুরনো সকলেই সভাপতি পদে দিলীপকেই চাইছিলেন। কিন্তু দলে বিতর্কিত চরিত্র দিলীপকে ফের রাজ্য সভাপতি করার ক্ষেত্রে অমিত শাহ ও জেপি নাড্ডার সবুজ সংকেত নেই। সেই খবর দিলীপ ঘোষের কাছেও এসেছে। তাই তিনি পার্টির প্রতি বীতশ্রদ্ধ। মায়ের ইচ্ছেতে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন।
দিলীপবাবুর ‘ঘনিষ্ঠ’ সূত্রে জানা গিয়েছে, মা ছেলে দিলীপকে বলেছেন পরে তাঁদের দেখবে কে। নিউটাউনে নিজের কেনা ফ্ল্যাটে ঝাড়গ্রামের বাড়ি থেকে মাকে নিয়ে চলে এসেছেন বিজেপি নেতা। কোনও আড়ম্বর চান না। তাই শুধুমাত্র আইনি বিয়েই নাকি সারবেন দিলীপ ও রিঙ্কু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.