রূপায়ণ গঙ্গোপাধ্যায়: করোনায় মৃত্যু নিয়ে রাজ্য সরকার তথ্য ঠিক মতো দিচ্ছে না বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যকে তোপ দেগে তাঁর বক্তব্য, ‘মৃত্যুর সংখ্যা চাপছে রাজ্য সরকার। সংখ্যা গোপন করে রোগের সঙ্গে লড়াই হয় না। আমাদের কাছে খবর আছে করোনায় মৃত্যু হয়েছে আটজনের।’
এর পাশাপাশি ত্রাণ বিলি নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, ‘কেন্দ্রীয় সরকার তিন মাস ১৯ কেজি করে চাল দেবে প্রত্যেককে। কিন্তু, রাজ্য ১০ কেজির বেশি চাল দিচ্ছে না। বাকি চাল তাহলে কি ঘুরে বাজারে চলে যাচ্ছে ?’
দিলীপ ঘোষের এই সমস্ত অভিযোগের পালটা জবাব দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। মৃত্যুর সংখ্যা নিয়ে তথ্য গোপনের অভিযোগ উড়িয়ে দিয়ে ফিরহাদ বলেন, ‘সরকার ইচ্ছা করলেই গরুর দুধে সোনা আছে বলতে পারে না। বিশেষজ্ঞ কমিটি রয়েছে। বিশেষজ্ঞ কমিটি ও চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতেই সব বলতে হয়। যখন যা খুশি বলা যায় না।’
একই সঙ্গে ত্রাণ বিলি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ সম্পর্কে পুরমন্ত্রীর জবাব, ‘প্রতি জায়গায় ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। দিলীপবাবুরা ঘরে বসে এইসব বিবৃতি দিচ্ছেন। কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার ও প্রশাসন রাস্তায় মানুষের পাশে আছে।’ করোনা আক্রান্তদের মৃত্যু পর অন্ত্যেষ্টির ক্ষেত্রে অসম্মান ও অবহেলা করা হচ্ছে বলে আরও অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। যদিও ফিরহাদের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর নিয়ম মেনেই সব দেহের অন্ত্যেষ্টি হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.