Advertisement
Advertisement
BJP

রিপোর্টে কারচুপি রুখতে বিজেপির হাতিয়ার প্রযুক্তি, অ্যাপ থেকে সরাসরি বুথ কমিটির তথ্য পাবে শীর্ষ নেতৃত্ব

কোথায় কোন বুথ তৈরি হল, বুথের সভাপতি ও সদস্যদের যাবতীয় তথ্য, আধার ও মোবাইল নম্বর এবং ছবি-সহ আপলোড করতে হবে।

Delhi BJP launches new app
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 12, 2025 9:07 am
  • Updated:August 12, 2025 9:08 am   

স্টাফ রিপোর্টার: বুথ কমিটি গঠন প্রক্রিয়া ত্রুটিহীন করতে ‘সরল’ নামে নির্দিষ্ট অ্যাপ চালু করেছে বিজেপি। এর মাধ্যমে সরাসরি বুথ কমিটির যাবতীয় তথ্য পাবে শীর্ষ নেতৃত্ব। কলকাতার জাতীয় গ্রন্থাগারে সেই অ্যাপ ব্যবহার বিধি বোঝাতে কর্মশালা অনুষ্ঠিত হল সোমবার। পরবর্তীতে ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত জেলাস্তরে এই কর্মশালার আয়োজন করা হবে। ২৪ আগস্ট থেকে শুরু হবে বুথ সশক্তিকরণের কাজ।

Advertisement

বঙ্গ বিজেপির বিরুদ্ধে দিল্লিতে ‘জল মেশানো’ রিপোর্ট পাঠানোর অভিযোগ দীর্ঘদিনের। সেই রোগ নির্মূল করতেই এবার অ্যাপ চালু করেছেন শাহ-নাড্ডারা। যেখানে কোথায় কোন বুথ তৈরি হল, বুথের সভাপতি ও সদস্যদের যাবতীয় তথ্য, আধার ও মোবাইল নম্বর এবং ছবি-সহ আপলোড করতে হবে। ফলে কোন বুথে কত জন সক্রিয় কর্মী রয়েছেন, তা ঘরে বসেই জানতে পারবেন সর্বভারতীয় নেতৃত্ব। বুথ ভিত্তিক নজরদারিতে বোঝা যাবে সেই বুথটি আদৌ নিয়ম মেনে তৈরি হয়েছে? না কি শুধুমাত্র একজনকে সভাপতি করে বুথ গঠন প্রক্রিয়ায় ক্ষান্ত দেওয়া হয়েছে?

এই নজরদারির আওতা থেকে যে রাজ্যের প্রভাবশালী নেতারাও বাদ থাকছেন না, তা এদিনের কর্মশালায় স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসল। সূত্রের খবর বনসাল এদিন বলেছেন, সব নেতাদের সব ধরনের কাজের পারফরম্যান্স কতটা তার মূল্যায়ন হচ্ছে। সকলের কাজেই গ্রেডেশন করা হচ্ছে।” সূত্রের খবর, কলকাতার জাতীয় গ্রন্থাগারের কর্মশালায় এদিন জেলা প্রতিনিধিদের দেখানো হয়েছে ‘সরল’ অ্যাপে বুথ কর্মীদের মোবাইল নাম্বার, এপিক নম্বর ও ছবি আপলোড করার পর মোবাইলে পাঠানো ওটিপির মাধ্যমে কীভাবে নাম রেজিস্ট্রি করা যাবে।

এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট বুথসংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বুথ গঠন কঠিন ধরে নিয়ে মোট ৬৫ হাজার বুথ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। যার ৫০ হাজার বুথ কমিটির ভেরিফিকেশন শেষ করা গিয়েছে। বাকি ১৫ হাজারের কাজ চলছে। উত্তরবঙ্গ ছাড়াও নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বুথ কমিটি তৈরির কাজ সন্তোষজনক বলে খবর। যদিও এই রিপোর্ট নিয়ে সন্দেহ রয়েছে রাজ্য বিজেপির অন্দরেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ