ফাইল ছবি।
সুদীপ রায় চৌধুরী: রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে তোলা হচ্ছে টাকা! অনলাইনে পাতা হয়েছে প্রতারণার ফাঁদ। আর তা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল রাজভবন। সতর্ক করে দেওয়া হল সাধারণ মানুষকে। যাতে প্রতারকদের পাতা ফাঁদে কেউ যাতে পা না দেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। বুধবার সকালেই রাজভবনের তরফে এই বিষয়টা জানিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, রাজভবনের তরফে কোনও টাকা চাওয়া হয়নি। তবে এমন কোনও বার্তা পেলে সাধারণ মানুষ কী করবেন সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে।
রাজভবন সূত্রের খবর, এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। যেখানে নাকি রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রতিনিধি হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন প্রতারক! ফোন, ইমেল এবং সোশাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে অভিযোগ। রাজভবন থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে বলে দাবি। আর এই সংক্রান্ত অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে রাজভবন।
বুধবার রাজভবনের তরফে দেওয়া বার্তায় স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যপালের অফিস থেকে ফোন কিংবা ইমেল করা হয়নি। এমনকী সোশাল মিডিয়ায় যোগাযোগ করার প্রশ্নও নেই। এরপরও কেউ বা কারা যোগাযোগ করলে ব্যক্তিগত তথ্য কিংবা নথি কোনওভাবেই না জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনও ঘটনায় সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তা সাইবার সেল কিংবা স্থানীয় পুলিশ স্টেশনে জানানোর কথাও বলা হয়েছে রাজভবনের বিবৃতিতে। পাশাপাশি প্রতারণা হয়েছে বলে মনে হলে তা ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে’ অভিযোগ জানানো যাবে। সর্বশেষ রাজভবন জানিয়েছে, রাজ্যপালের অফিস সমস্ত জনসাধরনের সুরক্ষা এবং সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.