ফাইল ছবি
গোবিন্দ রায়: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে স্বস্তি বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের। ১লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাই কোর্ট। আজ বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হয়। শর্ত সাপেক্ষে তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। আগাম জামিন মঞ্জুর হয়েছে তৃণমূল কাউন্সিলার স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষেরও। তাঁদেরকও শর্ত মানতে হবে বলে এদিন স্পষ্ট জানিয়েছে হাইকোর্ট।
২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ সামনে আসে। বিভিন্ন প্রান্তে আক্রান্ত হতে হয় বিরোধী দলের নেতাকর্মীদের। কাঁকুড়গাছিতে খুন হতে হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে।
কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ তিন তৃণমূল নেতার নাম জড়ায় এই মামলায়। গত মাসখানেক আগে অভিজিৎ খুনে অতিরিক্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে নাম ছিল পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের।
এরপরেই আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই তিন তৃণমূল নেতা। আদালত এদিন তিনজনের আগাম জামিন মঞ্জুর করে। ৪ বছরের মাথায় সিবিআই চার্জশিটে নাম দিয়েছে তৃণমূল নেতাদের, এই মর্মে এদিন আগাম জামিন মঞ্জুর হয়। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত।
সেই অনুযায়ী, পরেশ পাল, স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ কেউ শীতলাতলা লেন এলাকায় ঢুকতে পারবেন না । তদন্তে সবরকমভাবে সাহায্য করতে হবে। উল্লেখ্য, শীতলাতলা এলাকাতেই মৃত বিজেপি নেতা অভিজিৎ সরকারের বাড়ি। এর আগে এই সংক্রান্ত মামলায় পরেশ পাল দাবি করেন, ”রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.