Advertisement
Advertisement
বাস

মাস্টারস্ট্রোক! বেসরকারি বাস-মেট্রো চালু নিয়ে বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর

কী বললেন মুখ্যমন্ত্রী?

CM Mamata Bannerjee on Bus and Metro service in West Bengal today
Published by: Paramita Paul
  • Posted:June 26, 2020 4:17 pm
  • Updated:June 26, 2020 5:46 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যবাসীর জন্য জোড়া বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১ জুলাই থেকে সমস্ত বেসরকারি বাসকে রাস্তায় নামাতে ভরতুকি দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের ভাড়া বাড়ানো হবে না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। একইসঙ্গে, ১ জুলাই থেকে মেট্রো পরিষেবা চালুরও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ১ জুলাই থেকে রাজ্যে লকডাউনে ছাড়ের মেয়াদ আরও একঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও ঘোষণা করা হয়।

Advertisement

শুক্রবার সাংবাদিক বৈঠক করে একাধিক বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, “ডিজেলের দাম বাড়ছে। পাশাপাশি সরকারি নিয়ম মানতে হচ্ছে বাসগুলিকে। ফলে ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। তাই ৬ হাজারের মধ্যে মাত্র আড়াই হাজার বাস রাস্তায় নামছিল। এবার সমস্ত বাস রাস্তায় নামাতে বাসপিছু ১৫ হাজার টাকা ভরতুকি দেওয়া হবে।” আগামী তিন মাস এই ভরতুকি দেওয়া হবে। এর জন্য রাজ্যের তিন মাসে ২৭ কোটি টাকা খরচ হবে। ফলে ১ জুলাই থেকে সমস্ত বেসরকারি বাস রাস্তায় নামবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, ওই দিন থেকে আরও ৫০০ সরকারি বাস রাস্তায় নামবে।

এর পাশাপাশি, বেসরকারি বাসের চালক ও কন্ডাক্টরদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে। এবার থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে ভেলোর ও এইমস হাসপাতালেও। রাজ্যের সঙ্গে বৈঠকে এই প্রস্তাবে ইউনিয়নগুলিও রাজি হয়েছে বলে খবর। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, পুলিশের তরফেও বাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কোথাও প্রচুর মানুষ একসঙ্গে জড়ো হয়ে গেলে বাস কর্তৃপক্ষকে খবর দেওয়া হচ্ছে। তাঁরা এসে সেখান থেকে যাত্রীদের নিয়ে যাচ্ছেন। পুলিশের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন : কয়লা খনিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্তে নারাজ, মোদিকে চিঠি মমতার]

এদিকে ১ জুলাই থেকে রাজ্যে মেট্রো পরিষেবা চালুর জন্য কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। এ প্রসঙ্গে মমতা বলেন, যত আসন, তত যাত্রী নিময় মেনে মেট্রো পরিষেবা চালুূ করা যায় কি না, তা নিয়ে আলোচনা করা হচ্ছে। সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে স্যানিটাইজ করে মেট্রো চালানো যেতে পারে। তাহলে আমজনতা ভোগান্তি থেকে কিছুটা রেহাই পাবেন। এ ক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রেল বোর্ডের অর্ডার এলে মেট্রো চলাচল শুরু করবে। মেট্রো সব দিক থেকে প্রস্তুত। যেমন গাইড লাইন বেঁধে দেওয়া হবে সেই মতোই চালানো হবে।। 

[আরও পড়ুন : হু হু করে বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম, প্রতিবাদে যাদবপুরে সাইকেল মিছিল সুজনের]

এদিন মুখ্যমন্ত্রী বিমান চলাচল নিয়ে কেন্দ্র সরকারকে একহাত নেন মমতা। বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর বন্দে ভারত মিশন আপাতত স্থগিত রাখার আবেদন জানান। একইসঙ্গে তাঁর অভিযোগ, ঘরোয়া উড়ানেও কোনও নিয়মবিধি মানা হচ্ছে না। পরীক্ষাও করা হচ্ছে না। ফলে করোনা ছড়াচ্ছে। এর থেকে গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ নিয়ে কেন্দ্রকে চিঠি দেওয়ার কথাও জানান তিনি।  লকডাউনের সময়ের ছাড়ার প্রসঙ্গে মমতা বলেন, “আগে সকাল ৫টা থেকে রাত নটা পর্যন্ত লকডাউনে ছাড় দেওযা হত। এবার সেই ছাড়ের সময় বাড়িয়ে রাত দশটা করা হচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement