সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তা নিয়ে ফের ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশি সন্দেহ ৫২ শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি পাঠায় হরিয়ানা সরকার। মঙ্গলবার তা নিয়েই একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা। পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করতে বললেন, “কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ করব। এভাবে বাংলা দখল করতে পারবে না।”
গত কয়েকদিন ধরেই ভিনরাজ্যে হেনস্তার শিকার হচ্ছেন বাঙালিরা। বাংলাদেশি সন্দেহে তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকেও উঠল সেই প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি বাংলাদেশি সন্দেহ ৫২ জন শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে হরিয়ানা সরকার। সেখানে শ্রমিককে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জানা গিয়েছে, এই শ্রমিকেরা মালদহ, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদবাদা, কোচবিহার ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
এই ইস্যুতে সুর চড়িয়ে মমতা বললেন, “ভাষা সন্ত্রাস চলছে। এবার প্রতি জেলা বেছে বেছে তল্লাশি চালানো হচ্ছে। যাতে বাংলাকে সংকটে ফেলা যায়।” এরপরই আশ্বাস দিয়ে বললেন, “কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ করব। এভাবে বাংলা দখল হবে না।” এরপরই মমতার প্রশ্ন, বাংলার শ্রমিকদেরকে হেনস্তা করা হচ্ছে, কিন্তু পহেলগাঁওয়ের জঙ্গিদের কেন গ্রেপ্তার করা হল না। মণিপুর ইস্যুতে হেমন্ত বিশ্বশর্মাকে নিশানা করলেন তিনি। বিজেপিকে একহাত নিয়ে মমতা বললেন, “আমাদের উপর অত্য়াচার না করে ঘর সামলান। ঘরে আগুন লাগলে তা নেভাবেন কী করে ভাবুন। বাংলার দিকে তাকানোর দরকার নেই। বাংলা এক নম্বরে ছিল, আছে, থাকবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.