Advertisement
Advertisement
Amader Para Amader Samadhan

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে মন্ত্রীদের ভূমিকা কী? ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী

২ আগস্ট থেকে বুথে বুথে শুরু হয়েছে নয়া কর্মসূচি।

CM Mamata Banerjee directs function of the ministers in 'Amader Para Amader Samadhan' project

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:August 12, 2025 9:09 am
  • Updated:August 12, 2025 1:33 pm  

স্টাফ রিপোর্টার: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) শিবিরে প্রতি সপ্তাহে অন্তত একবার করে যেতে হবে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। শুধু তাই নয়, জেলাশাসকের সঙ্গে যোগাযোগ রেখে আমজনতার সমস্যা সমাধানে একজোটে কাজ করতে হবে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের ভূমিকা ও কর্তব্য নির্দিষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নির্দেশিকায় বলা হয়েছে, কর্মসূচির সময়কালে ব্লক স্তরের সিদ্ধান্তগুলি তদারকি করতে জেলাশাসকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে যোগাযোগ রাখতে হবে। প্রশাসনিক স্তরে কোনও জটিলতা বা সমস্যা হলে তা সমাধানের জন্য জেলাশাসকের সঙ্গে একজোট হয়ে কাজ করতে হবে।

Advertisement

এছাড়াও শিবির সংক্রান্ত সমস্ত কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলাশাসকের সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠক করতে হবে মন্ত্রীদের। বস্তুত আমজনতার এলাকাভিত্তিক সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী এই প্রকল্প শুরু করেছেন। ২ আগস্ট থেকে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নের কাজ। প্রশাসনের কর্তাদের মতে, এটি এক অনন্য মৌলিক উদ্যোগ। যা রাজ্যের নাগরিকদের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে সম্মানের সঙ্গে স্থান দেয়। এটি শুধু সরকারি কোনও প্রকল্প নয়, নাগরিক কেন্দ্রিক বিপ্লব। যেখানে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।

ছাব্বিশের ভোটের আগে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনমাস ধরে বুথস্তরে নাগরিক পরিষেবা দিতে এই প্রকল্পের ভাবনা। যার মাধ্যমে পাড়ার কোনও সমস্যার দ্রুত ও সহজ সমাধান হবে বলে আশার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশমতো কাজ শুরু হয়েছে। দু’দিনের মধ্যে রেকর্ড পরিষেবা মিলেছিল এসব বুথ থেকে। এই প্রকল্পে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে মন্ত্রীদের ভূমিকা ঠিক কী হবে, এবার তা স্থির করে দিলেন মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement