Advertisement
Advertisement
Sinthee

পুলিশ সেজে ৩৫ লক্ষ টাকা লুট, গ্রেপ্তার কাপড় ব্যবসায়ীর কর্মচারী

অভিযুক্তকে জেরা করে তাঁর সঙ্গীদের সন্ধান জানার চেষ্টা করছে পুলিশ।

Cloth merchant's employee arrested for robbing 35 Lakhs dressed as police in Sinthee

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:August 3, 2025 11:56 am
  • Updated:August 3, 2025 12:22 pm   

অর্ণব আইচ: পুলিশ সেজে এক কাপড় ব্যবসায়ীর দুই কর্মচারীর কাছ থেকে ৩৫ লাখ টাকা লুট! ঘটনাটি সিঁথি থানার বি.টি. রোডের। পুলিশ বস্ত্র ব্যবসায়ীর এক কর্মচারীকেই গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম বিক্রম সিং। অভিযুক্তকে জেরা করে তাঁর সঙ্গীদের সন্ধান জানার চেষ্টা চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় বস্ত্র ব্যবসায়ী সন্তু সাহা শুক্রবার রাতে সিঁথি থানায় ৩৫ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ দায়ের করেন। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় তিনি তাঁর দুই কর্মচারী সুজন সাহা এবং বিক্রম সিংকে দুর্গানগর কলোনিতে অবস্থিত এক গ্রাহকের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা নগদ আনতে পাঠান। ৩৫ লক্ষ টাকা নিয়ে স্কুটারে করে ফিরছিলেন। দুই ব্যক্তি স্কুটার থামিয়ে পুলিশ সেজে ব্যাগ তল্লাশি শুরু করে। ব্যাগ তল্লাশি করার অজুহাতে দুই অভিযুক্ত টাকা ভর্তি ব্যাগ লুট করে পালিয়ে যায়। দুই কর্মচারী প্রথমে কাশীপুর থানা এবং পরে সিঁথি থানায় ঘটনাটি জানান। সিঁথি থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা ঘটনাটির তদন্ত শুরু করেন।

পুলিশের ঘটনাটি ঘিরে সন্দেহ হয়। পুলিশ ব্যবসায়ীর কর্মচারী বিক্রম সিংকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে বিক্রম স্বীকার করেন যে তিনি তাঁর বন্ধুদের সঙ্গে ডাকাতির ষড়যন্ত্র করেছিলেন। ফেরার সময় তিনি তাঁর বন্ধুদের টাকা লুট করতে বলেছিলেন। বিক্রম সিংকে গ্রেপ্তার করার পর, পুলিশ তাঁর বন্ধুদের খোঁজে হুগলিতে তাঁর বাড়িতে অভিযান চালায়। এই ঘটনায় জড়িত থাকার দুই অভিযুক্ত পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ