Advertisement
Advertisement
SSC Group C case

SSC গ্রুপ সি মামলায় ২৮ জনের বিরুদ্ধে চার্জগঠন, ‘আমি নির্দোষ, রেহাই দিন’, আর্জি পার্থর

সোমবার ফের এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

Charges framed against 28 people in SSC Group C case
Published by: Subhankar Patra
  • Posted:September 12, 2025 4:37 pm
  • Updated:September 12, 2025 5:23 pm   

অর্ণব আইচ: এসএসসি গ্রুপ সি দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের দায়ের করা মামলায় চার্জগঠন। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ২৮ জনের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। শুক্রবার আলিপুর আদালতে সেই শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিয়ে নিজেকে আরও একবার নির্দোষ বলে দাবি করেন তিনি। পার্থ জানান, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি। তাঁকে রেহাই দেওয়া হোক।

Advertisement

চোখের অপারেশন হওয়ায় হাসপাতাল থেকে ভার্চুয়ালি শুনানিতে হাজিরা দেন পার্থ। শুনানি কিছুটা এগোতে বিচারক অভিযুক্তদের প্রতি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা (মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন উপদেষ্টা), কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি) সাহায্যে নিয়োগে যে বেনিয়ম হয়েছে, তাতে আপনাদের বিরুদ্ধে চার্জগঠন হল।” ভার্চুয়ালি হাজির পার্থ বলে ওঠেন, “আমার কিছু বলার আছে। আমি নির্দোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি প্রতিহিংসা নিতে নেমেছে। আমার সামাজিক সম্মান আছে। বাঁচানোর দায়িত্ব আদালতের।”

বিচারক বলেন, “সাক্ষী হবে, তখন বলবেন।” পার্থ জানান, “সাক্ষীর দরকার নেই। আমাকে বলতে দিন। সাড়ে তিনবছর ধরে আমি বন্দি। আমি মন্ত্রী ছিলাম। ৫২টি বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করেছি। আমি অসহায়। আমি ডক্টরেট। এভাবে চললে আগামিদিনে বিচারব্যবস্থার উপর ভরসা থাকবে না। আমায় মুক্ত করুন।” পার্থ আরও দাবি করেন, তিনি কারও চাকরির জন্য সুপারিশ করেননি। যাঁরা যোগ্য তাঁদেরই ডাকা হয়েছিল। শুনানিতে উঠে আসে এই মামলায় অন্যতম অভিযুক্ত এসএসসি আধিকারিক পর্ণা বসুরও নাম। অভিযোগ, তাঁকে পদ থেকে সরিয়েছিলেন পার্থ। সেই কথা তুলে বিচারক বলেন, “আধিকারিক পরিবর্তন হয়েছিল। সরানো হয়েছিল একজনকে। অ্যাডভাইসর বদল করারও অভিযোগ আছে।” সোমবার ফের এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ