সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেকারত্বের বিরুদ্ধে বামেদের ধর্মঘট নিয়ে উত্তাল যাদবপুরের গাঙ্গুলিবাগান। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর হাতে চোট লেগেছে, জামা ছিঁড়ে গিয়েছে বলে খবর। এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর। তবে সৃজনের হুংকার, “মিছিল এগোবেই।”
ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই অশান্তি চলছে গোটা দেশে। বাদ যায়নি বাংলাও। একাধিক জায়গায় রেল অবরোধ করেন ধর্মঘটীরা। আটকানো হয় বাসও। এদিন সকালে যাদবপুর থেকে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয় মিছিল। টায়ার জ্বালানো হয় রাস্তায়। গাঙ্গুলিবাগান এলাকায় মিছিল আটকায় পুলিশ। তখনই সৃজনের সঙ্গে শুরু হয় কথাকাটাকাটি। এক পর্যায়ে তা ধস্তাধস্তিতে পৌঁছয়। সৃজনকে ধরে টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগ। তাঁর হাটে চোট লাগে, ছেঁড়ে জামা।
মহিলা বাম-সমর্থকরাও আক্রান্ত হন বলে অভিযোগ। একজন অসুস্থ হয়ে পড়েন। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর ঘটনাস্থলে যান ডিসি, এসএসডি বিদিশা কলিতা। এদিকে সৃজন হুংকার ছাড়েন তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। সাফ জানান, মিছিল হবেই। পরিস্থিতি আয়ত্তে আনতে শেষে সৃজন-সহ ১৯ জনকে পুলিশ আটক করেছে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.