Advertisement
Advertisement
Kolkata International Book Fair

কেন এবার বইমেলার ক্যালেন্ডারে বদল ? থিমই বা কী? জানালেন গিল্ড সভাপতি

মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। 

Change in Kolkata International Book Fair Calendar
Published by: Paramita Paul
  • Posted:November 28, 2023 5:46 pm
  • Updated:November 28, 2023 5:46 pm  

দীপালি সেন: এবার এগিয়ে আসছে বই উৎসব! ১৮ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair)। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। অন্য়ান্য বার জানুয়ারির শেষদিক থেকে শুরু হয় বইমেলা। এবার কেন এগিয়ে আনা হল মেলার দিনক্ষণ? মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে সেই প্রশ্নের জবাব দিলেন বুক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।

Advertisement

এদিন তিনি জানান, আগামী বছর জানুয়ারির শেষে একাধিক বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে। তাই এবার বইমেলা এগিয়ে আনা হয়েছে। এবারের বইমেলা থিম কান্ট্রি গ্রেট ব্রিটেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অংশ হাজির ছিলেন ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যান্ড্রু ফ্লেমিং। এছাড়া ১২ বছর পর মেলায় অংশ নিচ্ছে জার্মানিও। অংশ নিচ্ছে পেরু, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, বাংলাদেশ, পেরুর মতো একাধিক দেশ।

[আরও পড়ুন: ‘শাহি’ সভা নাকি বিধানসভার অধিবেশন, বুধবার কোথায় থাকবেন? দ্বিধায় বিজেপি বিধায়করা]

দিনদিন বইয়ের চাহিদা বাড়ছে। তাই এবার মেলায় স্টলের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন ত্রিদিববাবু। অন্তত ১০ শতাংশ স্টল বাড়তে পারে। প্রচুর আবেদন ইতিমধ্য়ে জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যান্যবারের মতো এবারও মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। 

[আরও পড়ুন: কালীঘাটের কাকুর নামে টাকা তুলত কুন্তল! জামিন মামলায় বিস্ফোরক তাপস মণ্ডল]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement