ফাইল ছবি
গোবিন্দ রায়: জট কাটল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে। কলকাতা হাই কোর্ট গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল। দীর্ঘ ১৫ বছর পর এবার এই নিয়োগ হবে বলে খবর। ২০১০ সালে তৎকালীন বাম সরকারের আমলে মাদ্রাসা স্কুলে কর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তারপর সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা চলে। ফলে থমকে যায় সেই নিয়োগ প্রক্রিয়া।
কলকাতা হাই কোর্টের বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে এই মাওলার শুনানি চলছিল। বিভিন্ন পক্ষের সওয়াল-জবাব চলে শুনানির সময়। আজ বুধবার বিচারপতি মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিলেন। তবে আগামী ২১ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হবে। সেই নির্দেশও দিয়েছে হাই কোর্ট। এই নির্দেশের পর নিয়োগ প্রক্রিয়ায় আর বাধা থাকল না বলে মত ওয়াকিবহাল মহলের। দীর্ঘ দিন পরে আদালতের এই রায়ের ফলে ২৯২টি শূন্যপদ পূরণে জট কাটল।
বাম আমলে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরের বছর পরীক্ষা নেওয়া হয়েছিল। যদিও অনেক চাকরিপ্রার্থী সেই পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেইসময়। ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন ফের সেই পরীক্ষা নেয়। কিন্তু তারপরও সেই জট কাটেনি। সেই পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠে। পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আদালতে একাধিক মামলা দায়ের হয়। মামলার জটে এত দিন ফলপ্রকাশ হয়নি। থমকে গিয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া। এরপর কলকাতা হাই কোর্টে বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে মামলার শুনানি চলে। এদিন সেই মামলার শুনানিতেই নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.