Advertisement
Advertisement
Abhishek Banerjee

লিপস অ্যান্ড বাউন্ডস ও কুন্তল ঘোষের চিঠি, একইদিনে অভিষেকের জোড়া মামলার রায় হাই কোর্টে

রায় দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Calcutta HC to deliver verdict of two cases against Abhishek Banerjee | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 22, 2023 9:29 am
  • Updated:September 22, 2023 9:29 am   

স্টাফ রিপোর্টার: আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জোড়া মামলার রায়দান। একটি নিয়োগ দুর্নীতিতে কুন্তবল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা, অন্যটি লিপস অ্যান্ড বাউন্ডসের ফাইল ডাউনলোড সংক্রান্ত। এদিন রায়দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Advertisement

গত বুধবার লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড নিয়ে দায়ের হওয়া মামলার কোনও রায় শোনাননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে শুনানি শেষে রায়দানের অপেক্ষায় রয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠিতে তৃণমূল সংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নাম খারিজ সংক্রান্ত পূর্ববর্তী মমলা। আজ অর্থাৎ শুক্রবার এই জোড়া মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে। আদালতের নির্দেশে বুধবারই লিখিত বক্তব্য পেশ করেন তদন্তকারী সংস্থা ইডি ও অভিষেক বন্দোপাধ্যায়ের আইনজীবী।

[আরও পড়ুন: সীমান্ত পেরিয়ে পুজোর আগেই বঙ্গে এল পদ্মার ইলিশ, কবে থেকে মিলবে বাজারে?]

প্রসঙ্গত, বৃহস্পতিবারই লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় সম্পত্তির নথি তলব ইস্যুতে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক জানান, ২০২০ সাল থেকেই তাঁর সম্পত্তির সব হিসাব ইডির কাছে জমা দেওয়া আছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, “আমি ইডি-সিবিআইকে আর গুরুত্ব দিই না।”

[আরও পড়ুন: ঘর থেকে উদ্ধার কিশোরের দেহ, ফেসবুকের বন্ধুর প্ররোচনাতেই আত্মহত্যা! দাবি পরিবারের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ