Advertisement
Advertisement
Khejuri Double Death Case

খেজুরির জোড়া রহস্যমৃত্যুতে ফের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাই কোর্টের

সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মৃত্যু হয় দুজনের।

Calcutta HC orders new medical board in Khejuri double death case investigation

ফাইল ছবি

Published by: Kousik Sinha
  • Posted:September 15, 2025 2:06 pm
  • Updated:September 15, 2025 4:39 pm  

গোবিন্দ রায়: খেজুরির জোড়া রহস্যমৃত্যুতে ফের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এসএসকেএমের চিকিৎসকরা যে দ্বিতীয় ময়নাতদন্ত করেছেন, সেই রির্পোটে একজনের দেহে ২৪ টি, আর একজনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ফের নতুন মেডিক্যাল বোর্ড গঠন করে ওই রিপোর্টের আঘাতগুলি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে বলে এদিন নির্দেশে জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

Advertisement

একইসঙ্গে গোটা রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ মতামত দিতে হবে ওই নতুন বোর্ডকে। আগামী ১৮ সেপ্টেম্বর এই রিপোর্ট জমা দিতে হবে বলেও জানিয়েছে হাই কোর্ট। ফলে খেজুরি জোড়া মৃত্যুর ঘটনা কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ১১ জুলাই। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মৃত্যু হয় বছর তেইশের সুজিত দাস এবং ৬৫ বছর বয়সি চন্দ্র পাইকের। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা, চন্দ্র ঝাঁটিহারির বাসিন্দা। ঘটনার পর খবর পেয়ে সেদিনই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় খেজুরি থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। স্থানীয়দেরও একই দাবি ছিল। তাঁরা জানান, অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে ওই দুই ব্যক্তির উপর। তার জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান দু’জন।

তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ছিল, ওই ব্যক্তিদের পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। এমনকী মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করা হয়। এরপরেই ঘটনায় যথাযথ তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এসএসকেএমে হয় সেই ময়নাতদন্ত। দেখা যায়, প্রথমবার এবং দ্বিতীয়বারের করা ময়নাতদন্তের রিপোর্ট সম্পূর্ণ আলাদা। প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ময়নাতদন্তের রিপোর্টে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছিল। দ্বিতীয়বারের ময়নাতদন্তের রিপোর্টে আঘাতের চিহ্ন আছে বলে রিপোর্ট আসে।

দু’রকম রিপোর্ট ঘিরেই তৈরি হয় বিতর্ক। সিবিআই তদন্ত চেয়ে ফের একবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় পরিবার। যদিও আদালত সেই মামলায় সিবিআই তদন্ত নয়, সিআইডি তদন্তের উপরেই আস্থা রাখে। পরে সিঙ্গল বেঞ্চের সিআইডি তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পরিবার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। শুনানিতে মামলার কেস ডায়েরি তলব করে আদালত। পাশাপাশি প্রথম ময়নাতদন্তের রিপোর্টও তলব করা হয়। দীর্ঘ শুনানি চলে। শুনানি শেষে আজ সোমবার খেজুরির জোড়া রহস্য মৃত্যুতে ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement