ফাইল ছবি।
গোবিন্দ রায় ও বাবুল হক: মালদহের মানিকচকের বেসরকারি আবাসিক স্কুলের হস্টেলে রহস্যজনকভাবে মৃত নাবালকের দেহ পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বেলা ১২টায় কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৃত ছাত্রের পরিবারের আইনজীবী অভিজিৎ মিশ্র। পুনরায় ময়নাতদন্ত চেয়ে পরিবারের তরফে হাই কোর্টে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশ হাই কোর্টের।
উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই মানিকচকের একটি বেসরকারি আবাসিক স্কুলের হস্টেলের ঘরে অষ্টম শ্রেণির ছাত্র শ্রীকান্ত মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, আত্মহত্যা করেছে ছাত্রটি। কিন্তু মৃত ছাত্রের বাবা প্রেমকুমার মণ্ডল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ পুলিশের কাছে দায়ের করেন। দেহ ময়নাতদন্ত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের পরিবার দীর্ঘ প্রায় ১৪ দিন ধরে নাবালক ছেলের দেহ সৎকার করেনি। বাড়িতেই ফ্রিজার বানিয়ে নাবালক ছেলের দেহ সংরক্ষণ করে রাখা হয়।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, এটি আত্মহত্যা ঘটনা বলেই জানায় মানিকচক থানার পুলিশ। পুনরায় ময়নাতদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় পরিবার। তাঁদের আইনজীবী জানান, মৃতের পরিবারের দাবিতে সহমত জানিয়ে বুধবার পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। কল্যাণী এইমসে ময়নাতদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় ময়নাতদন্তের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে মানিকচক থানার পুলিশকে বলে আইনজীবী জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.