Advertisement
Advertisement
SSC Protest

বিকাশ ভবন নয়, সেন্ট্রাল পার্কে SSC’র আন্দোলন! শর্তসাপেক্ষে অনুমতি হাই কোর্টের

পুলিশকেও 'ধীরে চলো' নীতি নেওয়ার পরামর্শ দিয়েছে আদালত।

Calcutta HC allows SSC protest at central park Conditionally
Published by: Paramita Paul
  • Posted:May 23, 2025 12:19 pm
  • Updated:May 23, 2025 2:07 pm   

গোবিন্দ রায়: বিকাশ ভবনে নয়, সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে চলবে চাকরিহারাদের আন্দোলন (SSC Protest)। শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, আন্দোলনে পর্যায়ভিত্তিকভাবে সর্বোচ্চ ২০০ জন  থাকতে পারবেন। পাশাপাশি পুলিশকেও ‘ধীরে চলো’ নীতি নেওয়ার পরামর্শ দিয়েছে আদালত।

Advertisement

বিচারপতি তীর্খঙ্কর ঘোষ আন্দোলনকারীদের সেন্ট্রাল পার্কে আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাতে অবশ্য প্রথমে রাজি হননি চাকরিহারারা। আন্দোলনকারীদের প্রয়োজনীয় বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। জানান, পর্যায়ক্রমে ২০০ জন করে আন্দোলন-স্থলে থাকতে পারবেন। পাশাপাশি, আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে কয়েকজনের নাম জমা করার নির্দেশও দিয়েছে হাই কোর্ট। 

এদিকে ১৫ মে বিকাশ ভবনের সামনে ‘আন্দোলনের নামে তাণ্ডব’ চালানোর অভিযোগে বেশ কিছু আন্দোলনকারীকে তলব করে বিধাননগর পুলিশ। পুলিশ রিপোর্টের ভিত্তিতে শোকজ করে মধ্যশিক্ষা পর্ষদও। বিষয়টি আদালতে উঠতেই বিচারপতি জানান, আন্দোলনকাকারীর বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পর্ষদও শোকজ নোটিস পাঠাতে পারবে না। পুরো বিষয়টি মানবিকভাবে দেখতে হবে বলে জানিয়েছে আদালত। 

বিকাশ ভবনের সামনে ‘যোগ্য’ চাকরিহারারা এখনও অবস্থান বিক্ষোভে শামিল। প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এক কলমের আঁচড়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। হাজারও টানাপোড়েনের পর সিদ্ধান্ত হয় যে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। বেতনও পাবেন। তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা। আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে। তবে আর পরীক্ষা দিতে নারাজ ‘যোগ্য’ চাকরিহারারা। টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। ১৫ মে সেই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বিকাশ ভবন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ