সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন সত্যি হল। হাতবদল কলকাতার অন্যতম বড় শপিং মল সাউথ সিটির। ৩,২৫০ কোটি টাকার বিনিময়ে সাউথ সিটি মল অধিগ্রহণ করছে মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন। এই গুরুত্বপূর্ণ চুক্তিতে মধ্যস্থতা করেছে ভারতীয় সংস্থা অ্যানারক। লেনদেন সংক্রান্ত উপদেষ্টা হিসেবে কাজ করেছে তারা।
২০০৮ সালে শহর কলকাতা ও ভিন রাজ্যের বেশ কিছু রিয়েল এস্টেট সংস্থার উদ্যোগে তৈরি করা হয় এই সাউথ সিটি মল। দীর্ঘদিন ধরেই এই মলের মালিকানা বদলের কানাঘুষো শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। সাউথ সিটি মল যাচ্ছে মার্কিন কোম্পানি ব্ল্যাকস্টোনের হাতেই। ১ মিলিয়ন স্কোয়ার ফিট এলাকাজুড়ে তৈরি এই মল। কী নেই সেখানে!
কলকাতা ও সংলগ্ন অঞ্চলের মধ্যে অন্যতম বড় ফুড কোর্ট রয়েছে এখানেই। রয়েছে ১৫০টিরও বেশি দোকান। যার মধ্যে প্যান্টালুনস, জারা, অ্যাডিডাস, পুমা, ফ্যাব ইন্ডিয়া-সহ একাধিক বিখ্যাত ব্র্যান্ডের দোকান রয়েছে। ১২৫০টি চারচাকা গাড়ি একসঙ্গে পার্ক করা যায় এখানে। সাউথ সিটির মলে বার্ষিক টার্নওভার ১৮০০ কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে।
ব্ল্যাকস্টোনের রিয়েল এস্টেট অ্যাকুইজিশনের প্রধান আশিস মোহতা (ভারত) বলেন, “আমাদের সংস্থা ভারতে ব্যবসা আরও বাড়াতে চায়। সেজন্য একাধিক পদক্ষেপ করছে। এই ক্ষেত্রে আমাদের পূর্ব অভিজ্ঞতা অনেক কাজে লাগবে।” সাউথ সিটি প্রোজেক্টের লেনদেন প্রক্রিয়ার নেতৃত্বদানকারী জেবি গ্রুপের পরিচালক প্রকাশ বাছাওয়াত বলেন, “সাউথ সিটি একটি আইকনিক মল। আমরা ব্ল্যাকস্টোনের মতো বিশ্বের অন্যতম বড় সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে গর্বিত।”
মার্লিন গ্রুপের চেয়ারম্যান এবং সাউথ সিটি প্রজেক্টসের পরিচালক সুশীল মোহতা বলেন, “আমরা এই অধিগ্রহণের জন্য ব্ল্যাকস্টোনকে সাধুবাদ জানাই। সাউথ সিটি মল দক্ষিণ কলকাতার সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং চাহিদাসম্পন্ন মল।” এই চুক্তি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, অ্যানারক গ্রুপের আঞ্চলিক পরিচালক (ভূমি) সৌমেন্দু চট্টোপাধ্যায় বলেন, “আমরা আইকনিক সাউথ সিটি মলের লেনদেন উপদেষ্টা হতে পেরে আনন্দিত। ব্ল্যাকস্টোনের দক্ষ হাতে প্রকল্পটি আরও উন্নত হবে। আমরা অপেক্ষায় রয়েছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.