রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বঙ্গ বিজেপিতে অবাঙালিদের দাপট নিয়ে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। এবার সোজা চিঠি গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহর কাছে। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা কমিটিতে দাপট অবাঙালিদের। কোণঠাসা বাঙালিরা। এই অভিযোগ তুলে সোজা শাহকে চিঠি লিখে বসলেন ওই এলাকার কর্মীদের একাংশ।
গত ২৬ আগস্ট বিজেপির (BJP) দক্ষিণ কলকাতা জেলা কমিটি তৈরি হয়। অভিযোগ, ২৫ জনের কমিটির মধ্যে ১৩ জনই অবাঙালি। তাতেই ক্ষোভ দলের অন্দরে। শুধু তাই নয়, বঙ্গ বিজেপির রাজ্য কমিটি, যুব মোর্চা এবং কলকাতার দুই সাংগঠনিক জেলা কমিটিতে অবাঙালিদের সংখ্যা তুলনায় বেশি। তাতেই ক্ষুব্ধ বাঙালি কর্মীদের একাংশ। অমিত শাহকে চিঠি লিখে তাঁরা নালিশ জানিয়েছেন, বাংলায় কোণঠাসা বাঙালি কর্মীরাই। এর বিহীন না করলে লোকসভা নির্বাচনে তাঁরা বসে যাবেন।
অমিত শাহকে (Amit Shah) লেখা চিঠিতে বিজেপি কর্মীরা অভিযোগ জানিয়েছেন, বঙ্গ বিজেপির (BJP) রাজ্য কমিটি, যুব মোর্চা এবং কলকাতার দুই সাংগঠনিক জেলা কমিটিতে অবাঙালিদের সংখ্যা তুলনায় বেশি। পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও উত্তর ভারতের বাসিন্দা এবং অবাঙালি। দলে অবাঙালিদের আধিপত্যের কারণেই বঙ্গে বিজেপি এগোতে পারছে না। তাঁরা বলছেন, দক্ষিণ কলকাতার জেলা কমিটি দেখলে মনে হবে, এটা বিহার বা উত্তরপ্রদেশের জেলা কমিটি। জেলার সহ-সভাপতি সৌমেন দত্ত রায়কে নিয়েও বিস্তর অভিযোগ। কর্মীদের দাবি, তাঁর কংগ্রেস (Congress) এবং বিজেপিতে যাতায়াত রোজকার ব্যাপার।
উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাঙালি-বহিরাগত একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। শাসকদলের একাংশের বক্তব্য ছিল, বিজেপি বাংলার দল নয়। দলের কর্মীরাই এবার সেই তত্ত্বে সিলমোহর দিয়ে দিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.