ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার তৃণমূলের (TMC) মহাসচিবের বাড়িতে আরও এক বিজেপি বিধায়ক। সোমবার এই সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে ফের ভাঙছে রাজ্যের প্রধান বিরোধী দল। যদিও গেরুয়া শিবিরের সেই বিধায়কের দাবি, নেহাতই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি।
এদিন সন্ধেয় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা। দু’জনের মধ্যে বেশকিছুক্ষণ কথাবার্তা হয়। এতেই তৈরি হয় জল্পনা। তবে কি এবার বিজেপি ছাড়ছেন মনোজ টিগ্গাও। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন খোদ বিজেপি নেতা। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে টিগ্গা জানান, “পার্থবাবুর মাতৃবিয়োগ হয়েছে। তাই সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” তাঁর এ হেন বিবৃতির পরও অবশ্য জল্পনা থামার কোনও লক্ষ্মণ নেই।
উল্লেখ্য, রবিবারই মাতৃবিয়োগ হয়েছে তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। খবর পেয়েই তাঁর বাড়িতে ছুটেছিলেন বিজেপির আরেক বেসুরো নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে তাঁর বাড়ি গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.