সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেখতে হাসপাতালে স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়। ফুল উপহার দিয়ে দ্রুত তাঁর আরোগ্য কামনা করেন। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও।
সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বয়স ৭৪ বছর। আচমকাই রবিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক পরীক্ষায় হৃদযন্ত্রে কিছু ব্লকেজ ধরা পড়েছে। সোমবার আলিপুরের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা যাচ্ছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার হতে পারে। খবর পেয়েই এদিন সকালে রাজ্যপালকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিকেলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায় তাঁকে দেখতে যান। উপহার দেন ফুল। দ্রুত সুস্থতা কামনা করেন। বেশ কিছুক্ষণ সেখান থাকার পর গন্তব্যের উদ্দেশে রওনা হন তিনি।
জানা যাচ্ছে, বর্তমানে কমান্ড হাসপাতালে ভর্তি থাকলেও অন্য়ত্র চিকিৎসা করাতে চাইছেন রাজ্যপাল। শোনা যাচ্ছে, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার ইচ্ছে তাঁর। ইতিমধ্যেই সেখানকার চিকিৎসক এসে রাজ্যপালের শারীরিক পরীক্ষা করেছেন। তবে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.