Advertisement
Advertisement

ইংরেজি মাধ্যমে বাড়ছে ফি তবু ভরতির হার নিম্নমুখী বাংলা মাধ্যমে

ফি-বৃদ্ধি রুখতে স্বাস্থ্য কমিশনের মতো শিক্ষা কমিশন বিল আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Bengali Medium schools witnesses student out flow to English ones | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Paramita Paul
  • Posted:August 23, 2023 2:24 pm
  • Updated:August 23, 2023 2:24 pm  

স্টাফ রিপোর্টার: বাংলা মাধ‌্যমের স্কুল ছেড়ে ইংরেজি মাধ‌্যমের স্কুলে বাচ্চাদের ভরতি করার ঝোঁক ঊর্ধ্বমুখী। তাতেই বাংলা মাধ‌্যম স্কুলে ভরতি কমছে। আর ইংরেজি মাধ‌্যমে ভরতির ঝোঁক থেকেই সেসব স্কুলে ফি-ও লাগামছাড়া হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু। এর প্রেক্ষিতেই লাগামছাড়া ফি-বৃদ্ধি রুখতে স্বাস্থ‌্য কমিশনের মতো শিক্ষা কমিশন বিল আনার কথা জানিয়েছেন।

Advertisement

মঙ্গলবার বিধানসভায় অধিবেশনে এ নিয়ে প্রশ্নোত্তর-পর্বে তিনি জানান, বেসরকারি স্কুলের ফি-কাঠামো নিয়ন্ত্রণ করতে একটি শিক্ষা কমিশনের কথা ভেবেছে সরকার। তার জন‌্য আগে একটি বিল পাস করাতে চায় সরকার। এর পরই বাংলা মাধ‌্যম স্কুলের দিকে ঝোঁক কমে যাচ্ছে, উদ্বেগের কথা মেনে নেন শিক্ষামন্ত্রী। প্রথমে বলেন, “বাংলা মাধ্যম স্কুলের দিকে ঝোঁক কমে যাচ্ছে অভিভাবকদের। এখন সবাই ইংরেজি মাধ‌্যমে ঝুঁকছে। সেই চাহিদাবৃদ্ধির কারণেও ফি নিয়ে এত অশান্তি।”

[আরও পড়ুন: কবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’? আলোচনা করতে সর্বদলীয় বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর!]

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের প্রশ্নের জবাবে এর পরই বাংলা মাধ‌্যম স্কুল নিয়ে উদ্বেগের কথা বলেন শিক্ষামন্ত্রী। শংকরের প্রশ্ন ছিল, মাতৃভাষায় ‘রিডিং’ পড়তে অসুবিধা হচ্ছে বাচ্চাদের। তার জন‌্য কী কোনও ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে? শিক্ষামন্ত্রীর জবাব, “মাতৃভাষায় বাক‌্যগঠন ও বানানে সমস‌্যা আছে। এটা ঠিক। তার জন‌্য মাতৃভাষায় ওরিয়েন্টেশনে সরকার পোষিত ও সরকারি স্কুলে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু বহিঃসমাজ ইংরেজি মাধ‌্যমে শিক্ষার প্রতি ঝুঁকে যাচ্ছে।” তাঁর কথায়, “মাতৃভাষা মাতৃদুগ্ধসম। কিন্তু বাংলা ভাষায় আগ্রহ কমছে বাচ্চাদের। এটা বিপজ্জনক। কীভাবে মাতৃভাষার প্রতি তাদের আগ্রহ বাড়ানো যায় সেটা ভাবা হচ্ছে।”

[আরও পড়ুন: সেফ ল্যান্ডিং করতে পারবে তো চন্দ্রযান? ‘দুশ্চিন্তার কিচ্ছু নেই’, আত্মবিশ্বাসী ইসরোর বিজ্ঞানীরা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement