Advertisement
Advertisement
C. V. Ananda Bose

নেপাল সীমান্ত নিয়ে রিপোর্ট দিতে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল! নতুন উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা

রাজ্যের রাজ্যপাল পরিবর্তনের জল্পনাও নতুন করে উসকে গেল।

bengal governor is going to delhi to report on nepal border situation

নিজস্ব ছবি

Published by: Kousik Sinha
  • Posted:September 11, 2025 1:02 pm
  • Updated:September 11, 2025 2:16 pm  

সুদীপ রায়চৌধুরী: দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বৃহস্পতিবার বিকেলে দিল্লি উড়ে যাচ্ছেন তিনি। হঠাৎ এই সফর নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ঠিক কি কারণে এই সফর তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসাবে সদ্য নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণণ। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে দেখা করার কথা রয়েছে রাজ্যপাল বোসের। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সঙ্গে একাধিক ইস্যুতে কথা হতে পারে বলে রাজভবন সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ভারত এবং নেপাল সীমান্তে পানট্যাঙ্কির পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একটি রিপোর্ট সিভি আনন্দ বোস জমা দিতে পারেন বলেও শোনা যাচ্ছে।

অগ্নিগর্ভ নেপাল। ঘটনার পর থেকে সীমান্ত আঁটসাঁট করেছে কেন্দ্রীয় সরকার। বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই অবস্থায় বুধবারই পানট্যাঙ্কি ছুটে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে এসএসবি জওয়ানদের সঙ্গে কথা বলার পাশাপাশি গোটা সীমান্ত এলাকা পরিদর্শন করেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। জানা যাচ্ছে, বর্তমানে গুরুত্বপূর্ণ এই সীমান্তের অবস্থা ঠিক কী, সেই সংক্রান্ত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেবেন সিভি আনন্দ বোস। সীমান্ত পরিদর্শন শেষে বুধবারই তিনি জানিয়েছিলেন, “সবদিক খতিয়ে দেখা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। পরিস্থিতি শান্ত রয়েছে। এসএসবি তাদের কাজ দায়িত্ব সহকারে করছে।”

অন্যদিকে আগামী ১৫ তারিখ ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বৈঠক আছে। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অজিত দোভালও। সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেখা করতে পারেন। 

অন্যদিকে রাজভবনের একটি সূত্রের দাবি, কিছু মাস ধরেই বাংলার রাজ্যপাল পরিবর্তন হতে পারে জল্পনা রয়েছে। সেই খবর সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়। প্রকাশিত খবর অনুযায়ী, সিভি আনন্দ বোসের জায়গায় দায়িত্ব নিতে পারেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী। যদিও সেই প্রক্রিয়া উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আটকে ছিল। এবার এই প্রক্রিয়ায় গতি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই রাজ্যপালের দিল্লি সফর বাংলার রাজ্যপাল পরিবর্তনের জল্পনাকে নতুন করে উসকে দিল।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement