Advertisement
Advertisement
Bankura

জাল পে স্লিপ ও ভুয়ো তথ্যে ৬২ লক্ষ ঋণ! বাঁকুড়া থেকে গ্রেপ্তার ব্যাঙ্কের ডিরেক্ট সেলিং এজেন্ট

ছয়জন এই ঋণ নিয়েছিলেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Bankura bank agent issued loan worth 62 lacs with fake docs

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 23, 2025 6:26 pm
  • Updated:July 23, 2025 8:17 pm   

অর্ণব আইচ: জাল পে স্লিপ ও ভুয়ো অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে ব্যক্তিগত ঋণ নিয়েছিলেন ছয় জন। তাঁরা সেচ, স্বাস্থ্য,বনদপ্তরের কর্মচারী হিসাবে পরিচয় দিয়েছিলেন। মোট ৬২ লক্ষ টাকার ঋণ নেয় অভিযুক্তরা। ব্যাঙ্ক পরে জানতে পারে, জমা দেওয়া তথ্য ভুয়ো! এই মর্মে এইচডিএফসি ব্যাঙ্কের তরফ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে একজন ডিরেক্ট সেলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

Advertisement

একটি দল গঠন করে তদন্তে নামে কলকাতা পুলিশ। তদন্তকারী অফিসার জানতে পারেন ব্যাঙ্কের অনুমোদন প্রাপ্ত ডিরেক্ট সেলিং এজেন্টের মাধ্যমে বাঁকুড়া-বর্ধমান অঞ্চল থেকে এই প্রতারণা করা হচ্ছে। তদন্তে মূল ও পারিপার্শ্বিক তথ্য জোগাড় করেন তদন্তকারীরা।

সেই তথ্যগুলির উপর ভিত্তি করে মঙ্গলবার রাতে বাঁকুড়া-দুর্গাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। তাতেই বাঁকুড়া সোনামুখী এলাকা থেকে আকাশ ধীবর নামে একজনকে গ্রেপ্তার করেন তদন্তকারী অফিসাররা। এই আকাশের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়ো নথিপত্র তৈরি করতেন। এবং লোন হয়ে যাওয়ার পর মোটা অঙ্কের টাকা ঋণগ্রহীতার থেকে নিতেন। তাঁর ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে ২১ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আকাশকে গ্রেপ্তার করার পর অভিযুক্ত ঋণগ্রহীতাদের খোঁজে অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশ যাওয়ার আগে তাঁরা পালিয়ে যান। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, খুব তাড়াতাড়ি ফের অভিযান চালানো হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ