Advertisement
Advertisement
Green anaconda

মিলল ছাড়পত্র, আলিপুর চিড়িয়াখানায় আসছে চারটি সবুজ অ্যানাকোন্ডা

আগামী সপ্তাহের মধ্যে একটি টিম চেন্নাই যাবে বলে খবর।

Approval granted, four green anacondas coming to Alipore Zoo

ছবি: সংগৃহীত

Published by: Subhankar Patra
  • Posted:July 4, 2025 12:24 pm
  • Updated:July 4, 2025 12:24 pm  

স্টাফ রিপোর্টার: দীর্ঘ অপেক্ষার অবসান। কেন্দ্রীয় জু অথরিটি ছাড়পত্র মিলতেই সবুজ অ্যানাকোন্ডা নিতে চেন্নাই যাচ্ছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে তাদের নিয়ে আসা হচ্ছে। বিনিময়ে আলিপুর দেবে শাঁখামুটি সাপ। আগামী সপ্তাহে রওনা দেবে চিড়িয়াখানার একটি টিম। বুধবার কেন্দ্রীয় জু অথরিটি ছাড়পত্র দিয়ে পাঠিয়েছে।

আমাজনের দৈত্য অ্যানাকোন্ডা। হলুদ অ্যানাকোন্ডার থেকে সবুজ অ্যানাকোন্ডা আরও বড়। বেশ কয়েক বছর ধরে তার খোঁজ চলছিল। সন্ধান পেতে বিদেশেরও দ্বারস্থ হয়েছিল। কেউ হদিশ দিতে পারছিল না। তবে হাল ছাড়েনি আলিপুর চিড়িয়াখানা।

দেশের একমাত্র মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে রয়েছে সবুজ অ্যানাকোন্ডা। আলিপুরে হলুদ অ্যানাকোন্ডাও সেখান থেকেই নিয়ে আসা হয়েছিল। তাই সবুজ অ্যানাকোন্ডা চেয়ে প্রথমে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কেরই দ্বারস্থ হয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রথমে তারা রাজি হয়নি। খালি হাতে আলিপুরকে ফিরিয়ে দিয়েছিল। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আলিপুরকে সবুজ অ্যানাকোন্ডা দিতে রাজি হয় তারা। কিন্তু কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র না মেলায় নতুন অতিথিদের নিয়ে আসতে পারছিল না আলিপুর কর্তৃপক্ষ।

আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা অরুণ মুখোপাধ্যায় জানান, “কেন্দ্রীয় জু অথিরিটির ছাড়পত্র এসে গিয়েছে। সবুজ অ্যানাকোন্ডা নিয়ে আসার পথে আর কোনও বাধা নেই। আগামী সপ্তাহের মধ্যে একটি টিম চেন্নাই যাবে।” মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক চারটি সবুজ অ্যানাকোন্ডার শাবক পাঠাচ্ছে। তবে একসঙ্গে তাদের নিয়ে আসা হবে না। ধাপে ধাপে আনা হবে বলে জানা গিয়েছে। এদিকে সবুজ অ্যানাকোন্ডার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ অনেক আগেই ঘর তৈরি করে রেখেছিল। এক বছর ধরে সেই ঘর খালি পড়ে রয়েছে। অবশেষে সে আসছে। নয়া অতিথির জন্য বরাদ্দ ঘর সাজাতে এখন ব্যস্ত চিড়িয়াখানার কর্মীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement