ফাইল ছবি।
অভিরূপ দাস: ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতায়। মৃত যুবকের নাম অরিজিৎ দাস। বৃহস্পতিবার ধুম জ্বর নিয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি করা হয় বছর ৩৫-এর অরিজিৎকে। আজ শুক্রবার ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। জানা যায়, এদিন সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্লেটলেট নেমে যায় ১২ হাজারে। গত মঙ্গলবারই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। এবার প্রাণ হারালেন অরিজিৎ। জানা গিয়েছে, মৃতের ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গুর। স্বভাবতই একের পর এক মৃত্যুর ঘটনায় জনমানসে বাড়ছে আতঙ্ক।
জানা গিয়েছে, মৃত অরিজিৎ গাবতলা লেনের বাসিন্দা। জ্বরের সঙ্গে উপসর্গ হিসাবে খিঁচুনিও ছিল। এরপরেই ভর্তি করা হয় তাঁকে। কিন্তু ব্যর্থ হয় সমস্ত চিকিৎসা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বছর ৭৫ এর স্বরূপ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। তাঁর বাড়ি কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের সানি পার্কে। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন, ডেঙ্গুর উপসর্গ থাকায় পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই স্বরূপ মুখোপাধ্যায়কে শহরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, সেই সময় তাঁর প্লেটলেট ছিল ৩৫ হাজার। দ্রুত গতিতে কমতে থাকে প্লেটলেট। নামে ১২ হাজারে। হাসপাতালেই মৃত্যু হয় বৃদ্ধের।
তবে মশাবাহিত রোগ প্রতিহত করতে তৎপর কলকাতা পুরসভা। সূত্রের খবর, ডেঙ্গু রুখতে ইতিমধ্যে পুরসভার তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মশার লার্ভা মারতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতনার বার্তাও দেওয়া হয়েছে পুরসভার তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.