সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই রাজনীতি। তাঁর সোশাল মিডিয়া পোস্টে নজর রাখলেই দেখা যায় রাজনৈতিক নানা বিষয়। কিন্তু শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদের ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল একেবারে অন্যরকম এক ছবি। যা এখন রীতিমতো চর্চায়।
ভাবছেন তো কী এমন ছবি পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? সম্ভবত এই প্রথমবার জিমের পোশাকে দুটি মিরর সেলফি পোস্ট করেন তিনি। একটি নরমাল, একটি ফিল্টার্ড সেলফি। ছবিতে দেখা যায়, তাঁর পরনে একটি সাদা রঙের ভেস্ট ও শর্টস। হাতে জিমের গ্লাভস। তবে এই ছবিটি আদৌ অভিষেকের কি না, ছবি দেখে তা বুঝতে বেশ কিছুক্ষণ সময় নিয়েছেন অনেকেই। কারণ, এই তৃণমূল সেনাপতির এই লুক সকলের কাছেই অচেনা।
অভিষেক যে স্বাস্থ্য সচেতন তা কারও অজানা নয়। নিয়মিত শরীর চর্চা করেন তিনি। খাওয়াদাওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলতেই পছন্দ করেন। নিজের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নবান তিনি। প্রসঙ্গত, শুধু তরুণ রাজনীতিবিদ হিসেবেই যে অভিষেক সকলের প্রিয় তা নয়। তাঁর স্টাইল স্টেটমেন্ট বর্তমান প্রজন্মকে রীতিমতো আকর্ষণ করে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেহারা, পোশাকে নজর থাকে সকলেই। স্বাভাবিকভাবেই তাঁকে এই রূপে দেখে মুগ্ধ সকলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.