ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। ক্যামাক স্ট্রিটের বৈঠক থেকে তার সাফ নির্দেশ, “অসম সরকার নোটিস পাঠালে কেউ গ্রহণ করবেন না, কেউ যাবেন না।”
ছাব্বিশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নিজেদের মতো করে জমি শক্ত করার প্রক্রিয়া শুরু করেছে সব দলই। সোমবার দুপুরে ক্যামাক স্ট্রিটে কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। জানা গিয়েছে, সেখানে ব্লক স্তরে বেশ কিছু রদবদলের পরামর্শ দেওয়া হয়েছে। যা ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদিনের বৈঠকে ‘আমাদের পাড়া, আমাদের কর্মসূচি’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কীভাবে কাজ করা হবে, যাতে কেউ নিজের দায়িত্বে গাফিলতি না করেন, এহেন নির্দেশ দিয়েছেন অভিষেক।
সেখানেই এদিন এনআরসি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সেনাপতি। এদিন উত্তরের নেতাদের তিনি সাফ বলেন, “অসম সরকারের এনআরসির কোনও নোটিস গ্রহণ করবেন না। কেউ কোনও কাগজ দেখাবেন না। অসমেও কেউ যাবে না, এটাই দলের স্ট্যান্ড।” প্রসঙ্গত, গত কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কয়েকজন অসম সরকারের তরফে এনআরসির নোটিস পেয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.