Advertisement
Advertisement
Abhishek Banerjee

উত্তরবঙ্গের বিপর্যয়ে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা সাহায্য অভিষেকের, আর কী আর্জি সাংসদের?

উত্তরবঙ্গের এই বিপর্যয়কে 'ম্যান মেড' বলেছেন তৃণমূল সাংসদ।

Abhishek Banerjee donates Rs 1 lakh to the state government's relief fund for the disaster in North Bengal
Published by: Suhrid Das
  • Posted:October 14, 2025 8:28 pm
  • Updated:October 14, 2025 9:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নচাপের ভয়াবহ বৃষ্টি-ভূমিধস ও হড়পা বানে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জায়গা। বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছে পাহাড়। উত্তরের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার ত্রাণ তহবিল খুলেছে। সেই ত্রাণ তহবিলেই এবার একলক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্যের মানুষকে ‘দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ’-এর পাশে দাঁড়ানোর জন্য আবেদনও করেছেন তিনি।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি প্রশাসনিক আধিকারিককদের নিয়ে বৈঠকও করেছেন। মৃতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের একাধিক জায়গা বিপর্যস্ত। রাজ্য সরকারের তরফে এই বিপর্যয় মোকাবিলার জন্য বিপর্যয় ত্রাণ তহবিল খোলা হয়েছে। সেখানেই ডায়মন্ড হারবারের সাংসদ এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন। 

এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। লিখেছেন, “অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির কিছু অংশ ধ্বংস। দুর্ভোগের মুখে পড়েছে জনজীবন। জীবন, জীবিকা ও সম্পত্তির ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ডব্লিউবিএসএমডিএ তহবিলে অনুদান দেওয়ার আবেদন জানিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনে সাহায্য করা যায়। আমি ডব্লিউবিএসএমডিএ এক লক্ষ টাকা অনুদান দিয়েছি।’’ শুধু তাই নয়, উত্তরবঙ্গের এই বিপর্যয়কে ‘ম্যান মেড’ বলেছেন ডায়মন্ড হারবার সাংসদ।

শুধু তাই নয়, রাজ্যের মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “কঠিন সময়ে সহৃদয়তার প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। সকলকে এগিয়ে আসা ও বিপর্যয়ে যাঁরা এত কিছু হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন রাখছি।” কীভাবে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের ত্রাণ তহবিলে অর্থসাহায্য করা যাবে? সেই তথ্যও তিনি জানিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ