Advertisement
Advertisement
Aasha Workers

বেতন বৃদ্ধির দাবিতে আশাকর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ রাসবিহারী, ভোগান্তি যাতায়াতকারীদের

শুক্রবার 'কালীঘাট চলো' অভিযান ছিল আশাকর্মীদের।

Aasha workers stage protest in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:August 22, 2025 3:23 pm
  • Updated:August 22, 2025 3:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে পথে আশাকর্মীরা। রাসবিহারী মোড়ের কাছে তাঁদের মিছিল আটকায় পুলিশ। তার ফলে অবরুদ্ধ রাসবিহারী মোড়। ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।

Advertisement

শুক্রবার ‘কালীঘাট চলো’ অভিযান ছিল আশাকর্মীদের। কয়েকশো আশাকর্মী মিছিলে অংশ নেন। আশাকর্মীদের দাবি, তাঁদের সরকারি কর্মীর মতো সম্মান দিতে হবে। এছাড়া বেতন বৃদ্ধি, কেউ অসুস্থ হলে চিকিৎসার স্বার্থে মেডিক্লেম, পিএফের মতো সামাজিক সুরক্ষার আওতায় আনা, মাতৃত্বকালীন ছুটি চালুর দাবি জানিয়েছেন তাঁরা। আশাকর্মীদের প্রতিবাদ মিছিলের ফলে হাজরা থেকে রাসবিহারীর রাস্তায় বন্ধ যানচলাচল। একে তো বৃষ্টি। তার ফলে অন্য়ান্য দিনের তুলনায় গাড়ির গতি মন্থর। আবার মিছিলের ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। এদিকে, মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয় তাই সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন রাস্তায় ব্য়ারিকেড করে দেওয়া হয়েছে। রাস্তায় মোতায়েন অতিরিক্ত বাহিনী।

উল্লেখ্য, আশাকর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের অনুদানের অভাব রয়েছে। আগেই সে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত জানুয়ারি মাসে আশাকর্মীদের উপহার দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। রাজ্য বাজেটে ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। তবে বেতন বৃদ্ধির দাবিতে এবার পথে আশাকর্মীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ