Advertisement
Advertisement
Mamata Banerjee

ভোটার তালিকায় একজনের নাম বাদ পড়লেও আন্দোলন, একুশের মঞ্চ থেকে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি মমতার

বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে সরব মমতা।

21 july TMC Rally: Mamata Banerjee warns EC on dropping names from voter list
Published by: Subhajit Mandal
  • Posted:July 21, 2025 2:24 pm
  • Updated:July 21, 2025 5:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৩ সালে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী কলকাতার রাজপথে আন্দোলনে নেমেছিলেন সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে। তাঁর নিশানায় ছিল মূলত নির্বাচন কমিশন। ঘটনাচক্রে ৩২ বছর বাদে আরও এক একুশের মঞ্চ (21 July TMC Rally) থেকে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধেই লড়াইয়ের প্রস্তুতি শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সাফ জানিয়ে দিলেন, বাংলার একজনের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে রাস্তায় নেমে আন্দোলনে করবে তৃণমূল কংগ্রেস।

Advertisement

মমতার দাবি, যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে, সেটা সুপার এমার্জেন্সির শামিল। একুশের মঞ্চে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করলেন, “বিহারে নির্বাচন কমিশন থেকে নাম বাদ দিচ্ছে। গুজরাটে বসে বাংলার মানুষের নাম কাটছে। একজন বাঙালির সঙ্গে চারজন ভিনরাজ্যের মানুষের নাম ঢুকিয়ে দিচ্ছে।” সঙ্গে মমতার হুঁশিয়ারি, “বাংলার একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়লে আন্দোলন হবে। দরকারে দিল্লিরাজের পতন ঘটাতে হবে। দিল্লিতে গিয়ে আন্দোলন হবে। কমিশনের দপ্তর ঘেরাও হবে।”

বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অনুপ্রবেশকারী-সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটাদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। কিন্তু তৃণমূলের অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ আসলে ঘুরপথে এনআরসির চেষ্টা। বেছে বেছে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে।

মমতার (Mamata Banerjee) অভিযোগ, বাংলা বললেই রোহিঙ্গা বলে দেগে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। ভিনরাজ্যে বাংলাভাষীদের ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। অন্তত হাজারখানেক বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। কতজনকে ‘পুশব্যাক’ করা হয়েছে, সেই সংখ্যাটা এখনও অজানা। মুখ্যমন্ত্রীর সাফ কথা, বাঙালির উপর অত্যাচার, বা ভোটার তালিকায় নাম কেটে দেওয়ার অপচেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ