Advertisement
Advertisement
Alipore Zoo

কলকাতায় অ‌্যামাজনের দৈত‌্যরা! আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য ২ সবুজ অ‌্যানাকোন্ডা

গ্রিন করিডর করে তাদের নিয়ে আসা হচ্ছে।

2 green anacondas coming to Alipore Zoo
Published by: Suhrid Das
  • Posted:August 8, 2025 2:19 pm
  • Updated:August 8, 2025 2:19 pm   

নিরুফা খাতুন: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে সে আসছে। ১ হাজার ৭২১ কিলোমিটার পথ গাড়িতেই সফর করে আসছে আলিপুর চিড়িয়াখানার অ‌্যামাজনের দৈত‌্যরা। গ্রিন করিডর করে তাদের নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার সকালে চেন্নাই থেকে তাদের নিয়ে রওনা দিয়েছে আলিপুর চিড়িয়াখানার প্রতিনিধি দল। পথে যদি কোনও বিঘ্ন না হয়, তাহলে আজ শুক্রবার গভীর রাতে আলিপুরে তাদের পৌঁছে যাওয়ার কথা। মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্য‌াঙ্ককে ইগুয়ানা ও শাঁখামুটি সাপ দিয়ে সবুজ অ‌্যানাকোন্ডা নিয়ে আসছে আলিপুর কর্তৃপক্ষ।

Advertisement

সবুজ অ‌্যানাকোন্ডা নিয়ে আসার কথা বেশ কয়েক বছর ধরেই চলছিল। মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্ক থেকে তাদের নিয়ে আসার কথা ছিল। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্ক আলিপুরকে সবুজ অ‌্যানাকোন্ডা দিতে রাজি হয়। নয়া অতিথিকে আনতে সোমবার চেন্নাই যান চিড়িয়াখানার এক রেঞ্জ আধিকারিক ও সাপের কিপার। সঙ্গে নিয়ে যান শাঁখামুটি, সবুজ ইগুয়ানা। আলিপুর চিড়িয়াখানার ভারপ্রাপ্ত অধিকর্তা অরুণ মুখোপাধ‌্যায় জানান, সুষ্ঠুভাবে শাঁখামুটি ও সবুজ ইগুয়ানা মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্ক কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে সবুজ অ‌্যানাকোন্ডাকে নিয়ে ওই গাড়িতে ফিরছেন তাঁরা। মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্ক থেকেই নিয়ে আসা হয়েছিল অ‌্যামাজনের দৈত‌্য সাপ হলুদ অ‌্যানাকোন্ডাদের।

হলুদের চেয়ে সবুজ অ‌্যানাকোন্ডার দৈর্ঘ‌্য আরও বেশি। দেশের মধ্যে মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্কেই রয়েছে অ‌্যামাজনের এই দৈত‌্যরা। চারটি সবুজ অ‌্যানাকোন্ডা তারা আলিপুরকে দিচ্ছে। তবে প্রথম ধাপে দুটি আসছে। পরে আরও দুটি নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। প্রথমে তাদের কোয়ারান্টাইনে রাখা হবে। পরে সব কিছু ঠিক থাকলে তাদের জনসমক্ষে নিয়ে আসা হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। শীতের মরসুমে প্রচুর মানুষ চিড়িয়াখানায় যান। রেকর্ড ভিড় হয় ছুটির দিনগুলিতে। এবারের শীতে অ‌্যামাজনের দৈত‌্যরা অন্যতম আকর্ষণ হতে চলেছে। এমনই মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ