Advertisement
Advertisement
kolkata

আসল চেক গ্রাহকের কাছে, ‘ক্লোন’ করে শহরে ১১ লাখের জালিয়াতি! তদন্তে পুলিশ

তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

1.1 million fraud in kolkata by cloning check

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:October 17, 2025 12:03 pm
  • Updated:October 17, 2025 12:03 pm   

অর্ণব আইচ: ক্লোন হচ্ছে ব্যাঙ্কের চেকও! আসল চেক রয়েছে ব্যাঙ্ক গ্রাহকের ঘরে। কিন্তু গ্রাহকের অগোচরেই নকল বা ‘ক্লোনড চেক’ ব্যাঙ্কে জমা দিয়ে জালিয়াতরা তুলে নিচ্ছে বিপুল টাকা।

Advertisement

সম্প্রতি অসমের একটি চা বিক্রেতা সংস্থার টাকা তুলে নিয়েছে ঝাড়খণ্ডের এক জালিয়াত। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি থেকে ১১ লাখ টাকারও বেশি জালিয়াতি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্য কলকাতার পোস্তায়। তাই অসমের ডিব্রুগড়ের বাসিন্দা ওই চা কোম্পানির এক কর্তা পোস্তা থানায় এই ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিশকর্তাদের মতে, এই সমস্যা সারা রাজ্যেরই। কারণ, এই পদ্ধতিতে যে কোনও জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই ‘ক্লোনড চেক’-এর মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারে জালিয়াতরা।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি পোস্তার কটন স্ট্রিটে একটি চেক জমা পড়ে। চেকটি ডিব্রুগড়ের একটি চা বিক্রেতা সংস্থার কর্তার দেওয়া চেক। ১১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকার ওই চেকে রয়েছে ওই কর্তার সই। সেই সইও মিলে যায়। ফলে ব্যাঙ্কের আধিকারিকদেরও কোনও সন্দেহ হয়নি। তাঁরা চেকটি ছেড়ে দেন। ওই পুরো পরিমাণ টাকা ঝাড়খণ্ডের রাঁচির সুখদেও নগরের বাসিন্দা অনীশ কুমারের নামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা পড়ে।

কিন্তু কিছুদিনের মধ্যেই অসমের ওই চা সংস্থার কর্তা ব্যাঙ্কের ম্যানেজারকে জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ব্যাঙ্কের পক্ষ থেকে ওই চেকের কপি তাঁকে পাঠানো হলে তিনি জানান, ওই একই নম্বরের চেক তাঁর কাছে রয়েছে। ওই চেকে যে সই রয়েছে, সেটি আদৌ তাঁর নয়। কোনও ব্যক্তি ওই সইটি জাল করেছে। এরপরই ওই ব্যাঙ্কের ম্যানেজার পোস্তা থানায় জালিয়াতির অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করার পর অনীশ কুমারের ব্যাপারে খোঁজখবর নেয়। তার ঠিকানা ঝাড়খণ্ডের হলেও ঠিকানা নিয়ে পুলিশ সন্দিহান। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও ওই টাকা সরানো হয়েছে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ব্যাঙ্কের সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ