Advertisement
Advertisement

Breaking News

Kerala

জনপ্রিয় ইউটিউবার দম্পতির রহস্যমৃত্যু, আত্মহত্যা না খুন? তদন্তে পুলিশ

প্রতিবেশীরা পুলিশে খবর দিলে দেহ উদ্ধার হয়।

YouTuber Couple Found Dead At Home In Kerala
Published by: Kishore Ghosh
  • Posted:October 27, 2024 4:58 pm
  • Updated:October 27, 2024 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে নিজেদের বাড়িতেই জনপ্রিয় ইউটিউবার দম্পতির রহস্যমৃত্যু। রবিবার পরসসালা শহরে এই ঘটনা ঘটেছে। পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন স্বামী এবং স্ত্রী। দুইদিন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরাই পুলিশে খবর দিয়েছিলেন। দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সেলভারাজ (৪৫)। উদ্ধার হয়েছে তাঁর স্ত্রী প্রিয়ার (৪০) দেহ। প্রাথমিক তদন্ত জানা গিয়েছে, দুজনের মৃত্যু হয়েছে দিন দুই আগে। ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সেলভারাজের দেহ, অন্যদিকে বিছানায় শায়িত ছিল প্রিয়ার নিথর দেহ। কেন আত্মহত্যা করলেন দম্পতি তা এখনও স্পষ্ট নয়।

সেলভারাজ ও প্রিয়া একটি ইউটিউব চ্যানেল চালাতেন। ‘সেল্লু ফ্যামিলি’ নামের ওই ইউটিউব চ্যানেলের ১৮ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। রীতিমতো জনপ্রিয় চ্যানেলে ১৪০০ ভিডিও আপলোড করেন দম্পতি। বলা বাহুল্য, ইউটিউব চ্যানেল থেকে আয় করতেন তাঁরা। গত শুক্রবার শেষবার ৫৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন দম্পতি। যদি আত্মঘাতী হয়ে থাকেন, তবে কেন হঠাৎই চরম সিদ্ধান্ত নিলেন, তা তদন্ত করে দেখছে পরসসালা থানার পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement