Advertisement
Advertisement
Uttar Pradesh

উৎসবের আবহে বড় স্বস্তি! উত্তরপ্রদেশে নারীরা বিনামূল্যে পাবেন জোড়া এলপিজি সিলিন্ডার

এর জন্য যোগী সরকারকে ভর্তুকি দিতে হবে দেড় হাজার কোটি টাকা।

Yogi’s Diwali gift: 1.86 crore Uttar Pradesh women to receive free LPG cylinders

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:October 14, 2025 8:23 pm
  • Updated:October 14, 2025 8:23 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের ১ কোটি ৮৬ লক্ষ পরিবারে স্বস্তি। উৎসবের মরশুমে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত পরিকল্পনাকে স্বার্থক রূপ দিতে লোক ভবনে রাজ্যের মা-বোনেদের দেওয়া হবে দু’টি এলপিজি গ্যাসের সিলিন্ডার, একেবারে নিখরচায়! এই উদ্যোগ যোগী সরকারের সুযোগসুবিধা থেকে বঞ্চিত পরিবারগুলিকে আর্থিক সহায়তা এবং নারীকল্যাণের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করছে।

Advertisement

২০১৬ সালের মে মাসে চালু হয় এই প্রকল্প। এর উদ্দেশ্যই ছিল গ্রামীণ ও অনগ্রসর পরিবারের জন্য এলপিজি সংযোগ। কাঠকয়লা, ঘুঁটের জ্বালানি হিসেবে ব্যবহার বন্ধ করে জনস্বাস্থ্য ও সুরক্ষার দিকে নজর রেখেই এমন ঘোষণা। আর এই প্রকল্পে অগ্রণী ভূমিকা পালন করেছে উত্তরপ্রদেশ। ইতিমধ্যেই ১ কোটি ৮৬ লক্ষ পরিবারকে ওই সংযোগের আওতায় এনেছে যোগী সরকার।

এবার জানা যাচ্ছে, নয়া পরিকল্পনায় দু’টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে দু’টি ভাগে। একটি ২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বরে। অন্যটি ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এর জন্য যোগী সরকারকে ভর্তুকি দিতে হবে দেড় হাজার কোটি টাকা। তবে গ্রাহকদের সিলিন্ডারটি কেনার সময় দাম দিয়েই কিনতে। পরে ১৪.২ কেজি সিলিন্ডারের যা মূল্য তা তাঁরা তাঁদের আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ৩-৪ দিনের মধ্যেই। যাঁদের ৫ কেজির সিলিন্ডার কিংবা মাত্র একটি গ্যাসের সংযোগ, তাঁরাও কিন্তু সরকারের এই ভর্তুকি পাবেন। এই মুহূর্রেত সমস্ত সুবিধাভোগীদের আধার অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে।
রাজ্য ও জেলা পর্যায়ের কমিটিগুলি পুরো বিষয়টির তদারকি করবে বলে জানা যাচ্ছে। ওজন ও পরিমাপ বিভাগ সিলিন্ডারে সম্পূর্ণ ১৪.২ কেজি গ্যাস রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমিক পরিদর্শনও করবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ