Advertisement
Advertisement
Yogi Adityanath

যোগীর ‘অপারেশন কনভিকশন’, অপরাধীদের বিরুদ্ধে কড়া অবস্থান উত্তরপ্রদেশের

কী এই ‘অপারেশন কনভিকশন’?

Yogi Adityanath's 'Operation Conviction' has yielded unexpected results in reducing crime
Published by: Hemant Maithil
  • Posted:July 22, 2025 1:38 pm
  • Updated:July 22, 2025 1:40 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে হত্যা, ডাকাতি, অপহরণের মতো অপরাধ অনেকটাই কমে গিয়েছে। যোগী সরকারের জিরো-টলারেন্স নীতি ইতিমধ্যেই গোটা উত্তরপ্রদেশ জুরে লাগু। কিন্তু গুরুতর অপরাধ ঠেকাতে এক বছর আগে চালু হওয়া ‘অপারেশন কনভিকশন’ আরও কার্যকরী ফল দিয়েছে বলে অনেকেই মনে করছেন। মাত্র এক বছরেই খুন, ডাকাতি, পকসো আইন লঙ্ঘনের মতো ঘটনায় প্রায় ১৫৬০০ জনেরও বেশি অপরাধীকে সরাসরি আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে।

Advertisement

অপারেশন কনভিকশনের আওতায় প্রায় ৪৭,১৪৯টি মামলা কোর্টে বিচারের জন্য তোলা হয়। এর মধ্যে ১৯,৫৮৪টি মামলার রায় কোর্ট ইতিমধ্যে প্রকাশ করেছে। দোষী সাব্যস্ত হয়েছে ১৫,৬৪১ জন অভিযুক্ত।

ডিরেক্টর জেনারেল (প্রসিকিউশন) দীপেশ জুনেজা জানিয়েছেন, নৃশংস অপরাধের ঘটনায় অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে গোটা উত্তরপ্রদেশ জুড়েই ‘অপারেশন কনভিকশন’ চালু রয়েছে।

গত এক বছরে কোন অপরাধে কত জন অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে তার একটা পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানিয়েছেন, ‘অপারেশন কনভিকশন’ রূপায়ণে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। ই-প্রসিকিউশন পোর্টাল, কেস ট্র্যাকিং সিস্টেম এবং ভার্চুয়াল কোর্ট শুনানির মতো প্রযুক্তি ব্যবস্থায় দ্রুততার সঙ্গে কাজ করা সম্ভব হয়েছে।

নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যোগী সরকার প্রথম থেকেই গুরুত্ব দিয়ে আসছে। এই নয়া অভিযানে অপরাধীদের বিভিন্ন নেটওয়ার্ক ভেঙে গিয়েছে। অনেক ক্ষেত্রেই অপরাধীরা রাজ্য ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে। এই ঘটনায় খুশি রাজ্যবাসী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ