Advertisement
Advertisement
Yogi Adityanath

‘সম্ভলের দাঙ্গাকারীরা মহাকালের রোষে পড়েছে’, প্রকল্পের শিলান্যাসে বার্তা যোগীর

২২২টি নয়া প্রকল্পে খরচ হবে ৬৫৯ কোটি টাকা।

Yogi Adityanath warns against rioters while laying foundation stone of Sambhal project
Published by: Hemant Maithil
  • Posted:August 7, 2025 4:35 pm
  • Updated:August 7, 2025 4:35 pm   

হেমন্ত মৈথিল, সম্ভল: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি সম্ভল জেলায় ২২২টি প্রকল্পের  শিলান্যাস করেছেন। এই প্রকল্প রূপায়ণে খরচ হবে ৬৫৯ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলকে আক্রমণ শানান যোগী।

Advertisement

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, সম্ভলের এক সমৃদ্ধ ইতিহাস ছিল। এখানে ৬৮টি তীর্থস্থান ও ১৯টি কুয়ো ছিল। কিন্তু বিদেশি আক্রমণকারীরা সেগুলিকে নষ্ট করে দিয়েছে। এই পবিত্র স্থানগুলো দখল করে নিয়েছিল একসময়। এমনকী ইতিহাস মুছে ফেলারও চেষ্টা হয়েছে বহুবার। যোগী আদিত্যনাথ প্রতিশ্রুতি দেন সম্ভলের এই ৬৮টি তীর্থস্থান ও ১৯টি কুয়ো আবার পুনরুদ্ধার করা হবে। তিনি কাশি এবং সোমনাথ মন্দিরের উদাহরণ তুলে ধরেন। ঐতিহ্য ও সংস্কারকে বাঁচিয়ে রাখাটাও নিজেদের কর্তব্যের মধ্যে পড়ে একথা তিনি রাজ্যবাসীকে এদিন মনে করিয়ে দেন।

যোগী বলেন, সম্ভল হল বিষ্ণু ও শিবের পবিত্র ভূমি। হিন্দুশাস্ত্র মতে, এখানেই কলিযুগে ভগবান কল্কির জন্ম হবে। যারা হিন্দু ঐতিহ্য নিয়ে বিতর্ক তৈরি করতে চায়, তাদের কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। যোগী বলেন, সনাতন ধর্মের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস ও সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করেন যোগী। তিনি বলেন, কংগ্রেস এখানে গণহত্যা চালিয়েছিল একসময় এবং সমাজবাদী পার্টি তাদের রক্ষা করেছিল। ভোটব্যাংকের রাজনীতির জন্য তারা দেশের ইতিহাসকেও বিকৃত করতে ছাড়েনি।

যোগী আদিত্যনাথ জানান, তার সরকার এখন রাজ্যে আইনশৃঙ্খলা ফিরিয়ে এনেছে। আগে যেখানে মহিলা ও ব্যবসায়ীরা সুরক্ষিত ছিলেন না, সেখানে এখন সকলেই নিরাপদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দাঙ্গা ও অরাজকতা সৃষ্টি করবে, তাদের কঠোর শাস্তি পেতে হবে। রাজ্যের উন্নয়নে বাধা সৃষ্টি করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না বলে জানান তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ