Advertisement
Advertisement
Yogi Adityanath

লক্ষ্য ২০৪৭, ৬ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন যোগী

লক্ষ্য অর্জনে এআই, বায়োটেক, গ্রিন এনার্জি শিল্পগুলোর উপর জোর দিচ্ছে সরকার।

Yogi Adityanath has set a target of reaching a $6 trillion economy by 2047 by prioritizing industries like AI, biotech, green energy
Published by: Hemant Maithil
  • Posted:September 15, 2025 2:19 pm
  • Updated:September 15, 2025 2:19 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত উত্তরপ্রদেশ -সমর্থ উত্তরপ্রদেশ’-এর স্বপ্ন পূরণের জন্য গঠনমূলক কর্মপরিকল্পনা নিয়েছে। সামগ্রিক বিকাশ, অর্থনৈতিক নেতৃত্ব, এবং সাংস্কৃতিক পুনর্জাগরণকে ভিত্তি করে এই কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।

Advertisement

২০৩০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন এবং ২০৪৭ সালের মধ্যে ৬ ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছনোই উত্তরপ্রদেশের লক্ষ। এই লক্ষ্য অর্জনে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেক, গ্রিন এনার্জি এবং অ্যাগ্রিটেকের মতো ভবিষ্যৎমুখী শিল্পগুলোর ওপর বিশেষ জোর দিচ্ছে। এছাড়াও কৃষি, আইটি, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, এবং পর্যটনসহ ১২টি গুরুত্বপূর্ণ সেক্টরের জন্য আলাদা করে রূপরেখা তৈরি করা হচ্ছে।

২০১৭ সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে ব্যাপক উন্নয়ন দেখা যায়। রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বিনিয়োগকারীদের আস্থা ফিরতে থাকে। ২০২৩ সালের ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটে ৪৫ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব পাওয়া গিয়েছিল।

রাজ্য সরকার এখন নোয়েডা ও লখনউয়ের মতো শহরগুলোকে বিশ্বমানের কোম্পানিগুলোর জন্য গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC) হাব হিসেবে গড়ে তুলতে উদ্যোগী। যোগীর সরকারের পরিকল্পনা অনুযায়ী, GCC এবং আইটি হাবগুলো ব্যাপক কর্মসংস্থান তৈরি করবে। একই সঙ্গে নবায়নযোগ্য স্মার্ট সিটি এবং সাপ্লাই চেইন উন্নয়নের ফলে বহু চাকরির সুযোগ মিলবে বেকার যুবক যুবতীদের। গ্রামে অ্যাগ্রিটেক এবং কোল্ড চেইন প্রকল্পগুলো স্থানীয় কর্মসংস্থান বাড়াবে বলে মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ