হেমন্ত মৈথিল, লখনউ: উন্নয়নের ধারা অব্যাহত উত্তরপ্রদেশে। শিল্পস্থাপনে নতুন উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একাধিক শিল্প স্থাপনের উদ্যোগী পরিবেশ তৈরি করতে চাইছেন তিনি। শুক্রবার এমএসএমই-এর একটি বৈঠকে সভাপতিত্ব করেন যোগী। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে দক্ষ কারিগর ও প্রযুক্তি সমস্ত যোগান যে রাজ্যে রয়েছে একথা জানান তিনি। আগ্রা, কানপুর ও উন্নাওয়ে গড়ে ওঠা শিল্পাঞ্চলগুলোর দৃষ্টান্ত তুলে ধরেন।
এই সভায় তিনি ফুটওয়্যার, চামড়াজাত শিল্প ও চামড়া বহির্ভূত খাতে শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার সংকল্প নেন। উত্তরপ্রদেশে জুতো শিল্পের প্রসারে বিশেষ খসড়া তৈরির কথা জানিয়েছেন তিনি। সভায় কর্মকর্তাদের তিনি ক্লাস্টার ভিত্তিক উন্নয়ন মডেল গ্রহণের পরামর্শ দেন। জুতো শিল্প উন্নয়নে উপযুক্ত অঞ্চলগুলিকে স্পষ্টভাবে চিহ্নিত করার কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দেন আধিকারিকদের। চামড়া ও নন-লেদার খাতে বিনিয়োগের পাশাপাশি লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর জোর দিয়েছেন তিনি। নতুন শিল্পদ্যোগী পরিবেশ তৈরি করে জুতো শিল্পের উন্নতি ও প্রসার ঘটাতে পারলে আগামী বছরগুলিতে ২২ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনা তৈরি হবে বলে তিনি জানিয়েছেন।
জুতো উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিশেষ যন্ত্রপাতির ইউনিটগুলিকেও তিনি এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেন। শুধু উৎপাদন নয়, পণ্যের গুনগত মান এমনকী প্যাকেজিং ও বিজ্ঞাপনের উপরেও নজর দেওয়ার কথা বলেন তিনি।
বর্তমানে, ভারত এই খাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী ও ভোক্তা দেশ। উত্তরপ্রদেশের অবদান দেশের মধ্যে সর্বাধিক। কানপুর এবং উন্নাওতে ২০০ টিরও বেশি কার্যকরী ট্যানারি অবস্থিত। একইসঙ্গে আগ্রাকে দেশের ‘পাদুকার রাজধানী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.